আমাদের কথা খুঁজে নিন

   

মদনের প্রত্যাবর্তন



ফুলমতির প্রেমে ব্যর্থ হয়ে মদন অনেক ঘুরে বেড়িয়েছে।- সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকার মালয় সাগরে/.................... বিম্বিসার অশোকের ধূসর জগতে। (জীবনান্দ দাশ এর 'বনলতা সেন)মদন ফুলমতির প্রেমে প্রত্যাখাত হয়ে পাল্টা প্রতিঘাত না করে অবশেষে নিউটনের গতির তৃতীয় সূত্রকে মিথ্যা প্রমাণ করে (নিউটনের গতির তৃতীয় সূত্র ঃ প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে) ফিরে এসেছে। ফিরে এসেছে (এসো) জীবন গঙ্গায়,/সঙ্গমে,/সংগ্রামে,..........ভোরের আলোয় প্রচন্ড নিঃশ্বাস টেনে বলে (বলো);/'চমৎকার, কি দুর্দান্ত চমৎকার/এই মনুষ্য জীবন.......।' (নির্মলেন্দু গুণ এর 'ফিরে এসো নিরঞ্জন') মনদ বুঝতে পারে বেচে থাকা মানে এক অপার আনন্দ। এই মুর্খ অবিবেকি পৃথিবীর সাতে/কেন হেন অভিমান?/ মানুষ তো আজো অভূজ শিশুটি,/খেলনা পুতুল গুলিকেই/চুড়ান্ত ঐশ্ব ভেবে/যে শুধু আগলে রাখে হিংসুটের মতো' (ফিরে এসো নিরঞ্জণ) মদন ভাবে- যতক্ষণ শ্বাস আছে ততক্ষণ আশ (আশা)। আর ভালোবাসা মানে ফটসস্টেং ফট।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.