আমাদের কথা খুঁজে নিন

   

মদনের প্রেম নিবেদন



পাড়ার ছোকড়া মদন মিস কল দিতে ফুলমতিকে যখন তখন। একদিন দরজায় নক করে মদন- এইখান দিয়ে যাচিছলাম তাই সাহস করে এসে পড়লাম। তাই না দেখে- ফুলমতি তো রেগে মেগে ফায়ার তুই রে বান্দর ছোকড়া কোথাকার? কি করবে মদন ভেবে নাহি পায় দরজা ছেড়ে ভোঁ দৌড়ে পালায়। জীবন বাজি রেখে মদন পীছন ফিরে চায় প্রেমের এই কি প্রতিদান হায়! ভয়ে মদন ঐ পথ ছেড়ে অন্য পথে যায় মনে মনে ভাবে- আমার সরল ভালবাসাকে করলে অবজ্ঞা একদিন হব আমি রাজা, সেদিন তুমি চাইবে আমার প্রেম ভিক্ষা। তখন পাশের সিডির দোকানে বেজে ওঠে- পাড়ায় ঢুকলে ঠ্যাঙ্গ গুড়ো করে দেব (নচিকেতা) মদন ভাবে কেমন করে প্রেমের খবর জানলো সকলে! আর নাই রক্ষ্যে কাপন ওঠে বক্ষে প্রেমের জন্য জীবন বাজি চাই না প্রেম, চুলোয় যাক! ......জীবন ভিখ মাগি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.