আমাদের কথা খুঁজে নিন

   

আয়না কি কাজ করে? একজন ভাল, মুমিন বন্ধু নাকি আয়নার কাজ করে !!!



আয়নায় আমরা নিজের মুখ দেখি। অনেকে দিনের অনেকটা সময় আয়নার সামনে কাটিয়ে দেই। আমরা কি ভেবে দেখি এই আয়না কি কি কাজ করে? কদিন আগে একটা হাদীস পড়লাম। একজন মুমিন বান্দা আরেকজনের জন্য আয়নার মত। সেই হাদীস থেকে যা শিক্ষা পেলাম তা মোটামুটিয়া এরকমঃ ১।

আয়না তার সামনে যে থাকে তাকেই শুধু দেখায়। সামনে কেউ না থাকলে তার কোন প্রতিচ্ছবি সে দেখায় না। তেমনি মুমিন বান্দা বা বান্দীর উচিত তার ভাই বা বোনের গীবত না করা। শুধুমাত্র স যখন সামনে থাকে তখনই তার সম্পর্কে বলা। ২।

আয়না কোন কিছুকে বাড়িয়ে বা কমিয়ে দেখায় না। সামনে যা থাকে তাই দেখায়। আমাদেরও উচিত কারো সম্পর্কে বাড়িয়ে বা কমিয়ে না বলা। কাউকে খুশি করার জন্য তার অতিশয় প্রশংসা না করা। ৩।

আয়না তার সামনের ব্যক্তির শুধু ভাল দিক নয় খারাপ দিক গুলোও তুলে ধরে। তেমনি আমাদের উচিত আমাদের সামনের ব্যক্তির শোধরানোর জন্য তার খারাপ দিক গুলো তুলে ধরা। ৪। আয়নাকে মানুষ কখনো গাল মন্দ করে না যদিও সে মুখে ফোড়া বা অন্য আবাঞ্ছিত কিছু হলে তা দেখায়। এটি তাকে সাবধান করে দেয় যে সমস্যা হয়েছে তোমার উচিত ব্যবস্থা নেয়া।

তেমনি কোন বন্ধু যদি আমাদের ভুল ধরিয়ে দেয় তাহলে তাকে তিরস্কার না করে ধন্যবাদ জানানো ও উতসাহিত করা উচিত। (সংগৃহিত

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।