আমাদের কথা খুঁজে নিন

   

আয়না



১ রাহেলার ব্য়স চার। থাকে স্বপ্নপূর নামে একটি গ্রামে। আজ সে তার বাবাকে দুধ দোয়াতে সাহায্য করছে। তার বাবা বাছুরটিকে গাভীর সামনে রেখে দুধ দোহন করছেন। ওলান থেকে দুধ পড়ছে বালতিতে।

রাহেলা বাবার দুধ দোহন দেখতে এক সময় একটু অন্য মনস্ক হয়ে পড়ে। স্‌যোগ পেয়ে বাছুরটি দৌড়ে চলে আসে গাভীটির কাছে। মুখ লাগায় ওলানে। এতে বাবা খুব-ই বিরক্ত হন। বকা দেন মেয়েটিকে।

রাহেলা আবার দৌড়ে বাছুরটিকে তার কাছে আনে। বাবার অত্যাচার শুরু হয় আবার,রাহেলা তার বাবার মুখে দেখতে পায় এক অদ্ভুত অভিব্যক্তি, এ অত্যাচার চলতে থাকে ওলানে দুধ না থাকা পযর্ন্ত। ২ বেশ কিছুদিন পরের কথা। রাহেলা এখন পূনর্যৌবনা। একদিন বিয়ে হয়ে যায় রাহেলার।

দেখতে দেখতে কোল জুড়ে আসে সন্তান। একদিন বারান্দায় বসে তার সন্তান কে সে দুধ পান করাচ্ছে। সন্তান টির মুখে খেলা করছে এক অদ্ভুত আনন্দ, মুখে এক আত্ম তৃপ্তির হাসি। এমন সময় বাবা এসেছেন দুধ দোহন করতে। এবার রহেলার বদলে আছে চার বছরের একটি বাচ্চা ছেলে।

বাবা শুরু করলেন দুধ দোহন। এবার রাহেলা বারে বারে বাছুরটকে দেখছে। দেখছে বারে বারে বাছুর টির ছুটে যাবার চেষ্টা। রহেলা আবার দেখে তর সন্তান টিকে। পরম নিশ্চয়তায় ঘুমিয়ে আছে তার কোলে।

রাহেলা ভাবতে থাকে তার সন্তানটিকেও কেউ একজন আটকে রেখেছে। শিশুটির ক্ষিদে সত্বেও তাকে রাহেলা দুধ পান করাতে পারছেনা। রাহেলা আর কিছুই ভাবতে পারেনা। সন্তানটিকে বুকের মাঝে আরো জোরে চেপে ধরে সে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।