আমাদের কথা খুঁজে নিন

   

মানব মন



আকাংখা মানবজীবনের এক অচ্ছেদ্য অনুসঙ্গ। মানব মন বড়ই জটিল। এটি সর্বদায় সুখ শান্তি প্রত্যাশা করে, বিপদ ও প্রতিকুলতা পরিহার করতে চায়। কিন্তু বাস্তবের কঠিন আঘাতে মানব মন সর্বদায় ক্ষত-বিক্ষত হ্য়। কখনও যেমন সামান্য ব্যাপারে মানব মন উল্লসিত হয়ে উঠে, তেমনি আবার বিশাল খুশির খবরও মানুষকে সেভাবে উল্লসিত করতে পারেনা।

আবার মানুষ তার আকাংখিত বস্তুটি পেয়ে গেলে আর ততটা তৃপ্ত হয়না। তাৎক্ষনিক ভাবে নতুন নতুন আকাংখা মানুষের মনকে বিষন্নতায় ভরিয়ে দেয়। বস্তুতপক্ষে মানবমনের এ অতৃপ্তি মানুষকে নতুন নতুন পথে চালিত করে। মানবমনের এ অতৃপ্তি থাকে জীবনভর, মানুষ কখনই পরিপূর্ণ প্রশান্তি লাভ করেনা। আর এ অতৃপ্তি নিয়েই মানুষকে ছেড়ে যেতে হয় এ ধরনী।

তাহলে কি শান্তি লাভের কোনই পথ খোলা নেই? মোবাইল, ইন্টারনেটের এই যুগে রনবীর-ক্যাটরিনা, প্রিয়াংকা, শাকিরাদের সঙ্গে যুক্ত তথাকথিত মর্ডাণ সোসাইটির চালচলন যা বর্তমান সমাজকে যান্ত্রিকতায় পরিণত করেছে, শান্তির পথ থেকে ক্রমশ সরিয়ে নিয়ে যাচ্ছে তা থেকে উত্তরনের পথ কি? আধুনিক হলেই তা পরিত্যায্য নয়। বরং অতীতের সঙ্গে আধুনিকতার সুসমন্বয় ঘটাতে হবে। মানব মনের শান্তি একটি আপেক্ষিক ব্যাপার। লোভ, হিংসা, বিদ্বেষ, ঈর্ষা মানব মনের শান্তির আঘাত ঘটায়। আবার উত্তেজক কোন কিছু মানুষকে প্রশান্তি দিতে পারেনা।

সর্বোপরি নিজে প্রশান্তি লাভ করতে হলে অন্যকে শান্তি দিতে হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।