আমাদের কথা খুঁজে নিন

   

মানব

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।

ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।

মানব শাফিক আফতাব............... খাবার আগে কেউ ভাবছে না, কার খাচ্ছে, কী খাচ্ছে ? কার বাহনে যাচ্ছে, আমলার না গামলার শ্বশুরের না মশুরের, অন্যের কুলোয় ধান ঝাঁড়ছে প্রেমের আগে ভাবছে না, মেয়েটি মুছির না মেথরের জেলের না ছুঁতরের, হরণ শেষে স্মরণ করছে__এইবার তাহলে মরছে। শপিংএর সময় ভাবছে না টাকাটা তার নিজের না ঘুষের ? যৌতুকের, না শ্রমের, __ তাই সে দরদাম করছনা।

হারাম খাচ্ছে, আরাম পাচ্ছে, ব্যারাম হচ্ছে বয়সের শেষে জীবনের শেষদিন গুলো যাচ্ছে কষ্টে আর কেশে কেশে... মানবসন্তান আজব সন্তান পঁটু পাকা আর বিজ্ঞ পণ্ডিত তাবৎপ্রাণীকূলের শ্রেষ্ঠ মণ্ডিত। ৩১.১০.২০১৩

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।