আমাদের কথা খুঁজে নিন

   

মার্ক জুকারবার্গ তার বেশিরভাগ সম্পদ দান করবেন চ্যারিটিতে



ফেইসবুকের প্রতিষ্ঠাতা খ্যাত মার্ক জুকারবার্গকে এখন প্রায় সবাই চিনে। ফেইসবুকের কল্যানে এক প্রকার সেলিব্রেটি হয়ে গেছেন তিনি। মাত্র ২৬ বছর বয়সে তিনি দুনিয়ার সবচেয়ে কম বয়সী বিলিয়নিয়ার দের মধ্যে একজন। তবে তিনি এইসবই নিজের করে রাখতে যাচ্ছেন না। বিল গেটস এবং ওয়ারেন বাফেট এর “Giving Pledge” এ সাক্ষর করার মাধ্যমে তিনি প্রতিজ্ঞা করেছেন, তার অর্ধেকেরও বেশি সম্পত্তি তিনি চ্যারিটিতে দান করবেন।

তবে এমন নয় যে এটাই জুকারবার্গের প্রথম দান করার নিদর্শন। তিনি এর আগে একটি মুক্ত সামাজিক যোগাযোগ প্রজেক্টে বেশ ভাল অংকের টাকা এবং পাবলিক স্কুলের জন্য ১০০ মিলিয়ন ডলার দিয়েছেন। তিনি আশা করেন পাবলিক স্কুলের পুরানো পদ্ধতি বদলাতে এই দান সাহায্য করবে। তবে ‘Giving Pledge’ একটি ভিন্ন বিষয় যেখানে আরও ৫৭ জন্য মাল্টি-মিলিয়নিয়ার এবং বিলিয়নিয়ার এর সাথে যুক্ত হয়েছে মার্ক জুকারবার্গ এর নাম। ওয়ারেন বাফেট, বিল গেটস, পল এলেন এর মত আরও অনেক বিলিয়নিয়ার এর মত মার্ক জুকারবার্ক এখানে সাক্ষর করে প্রতিজ্ঞা করেছেন তার জীবদ্দশায় অথবা মৃত্যুর পর তার সকল সম্পদের বেশিরভাগ অংশ চ্যারিটিতে দান করে যাবেন।

এ প্রসংগে তিনি একটি সুন্দর উক্তি করেছেনঃ “People wait until late in their career to give back. But why wait when there is so much to be done? With a generation of younger folks who have thrived on the success of their companies, there is a big opportunity for many of us to give back earlier in our lifetime and see the impact of our philanthropic efforts” ফোরবস এর মতে জুকারবার্গ এর সম্পদের পরিমান প্রায় ৭ বিলিয়ন ডলার। এর কল্যানে তিনি হয়েছেন ৩৫তম ধনী এমেরিকান। যদিও অনেকে তাকে সবচেয়ে কম বয়সী বিলিয়নিয়ার বলে মনে করে, কিন্তু আসলে ফেইসবুকের সহ-প্রতিষ্ঠাতা Dustin Moskovitz এ স্থানটি দখল করে আছেন যার সম্পদের পরিমান প্রায় ১.৪ বিলিয়ন ডলার। আর তিনি জুকারবার্গের চাইতে মাত্র ৮ দিনের ছোট।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।