আমাদের কথা খুঁজে নিন

   

মার্ক টোয়েন (পর্ব 33)

timursblog@yahoo.com

ততো দিনে আরো দুটো বই বেরিয়েছে তাঁর । একটা 'জোয়ান অভ আর্ক' অন্যটা টম সয়্যারের নতুন বই 'টম সয়্যার অ্যাব্রড' আর 'টম স্য়্যার ডিটেকটিভ' নামে ছোট দুটো উপন্যাসের সংকলন । তিনটাই পত্রিকায় ধারাবাহিক ভাবে বেরিয়েছিল । 'জোয়ান অভ আর্ক' মার্ক টোয়েনের সবচেয়ে উঁচু কাজ । মার্ক টোয়েন যতদিন বেঁচে ছিলেন জোয়ান অভ আর্ককেই সবচেয়ে সেরা বই বলে মনে করতেন ।

'আমি মনে করি 'জোয়ান অভ আর্ক' আমার সেরা বই । এটা লিখে আমি অন্য সব বইয়ের সাতগুন বেশী আনন্দ পেয়েছি । লিখতে বারো বছর প্রস্তুতি সহ দু'বছর লেগেছে । বাকি গুলোর পিছনে কোনো প্রস্তুতিই নিতে হয় নি । ' সাধারন মানুষ আবশ্য মার্ক টোয়েনের সাথে শুরুতে একমত হয়নি ।

শুরুতে এর বিক্রি ছিল খুব কম । তবে আস্তে আস্তে জোয়ানের বিক্রি বেড়ে যেতে থাকে । সত্যি বলতে কী প্রতি বছরই এটার বিক্রি বাড়তে থাকে এবং মার্ক টোয়েনের অন্য বেস্ট সেলারগুলোর সাথে জায়গা করে নেয় । টম আর হাকের নতুন গল্পগুলোও চলেছিল ভাল, যদিও আগের বইগুলোর তুলনায় গল্পগুলো ছিল ছোট । সুইজারল্যান্ডের লুসার্ন হ্রদের ধারে ভিলা বুলেগে দিনে পাঁচ ফ্রাংক ভাড়া দিয়ে থাকছিলেন তাঁরা ।

ঠিক সেসময়ে মার্ক টোয়েন ঠিক কাজের মুডে ছিলেন না আর 'চেজিং দ্য ইকুয়েটর' বইটার প্রুফ দেখতে হচছইল নিয়ম করে । হারপার্স ম্যাগাজিন থেকে লেখাটা এখন বই আকারে বের হলো । ভিলাটার উল্টো দিকে, হ্রদের উল্টোপারে একটা গাছে ঢাকা জায়গায় বসতেন ইতনি প্রায়ই । ঊনিশ বছর আগে টুইচেল আর তিনি এখানে এসেছিলেন । সেখানে একটা জার্মান ফলক শোভা পাচ্ছে এখন, 'মার্ক টোয়েনের বিশ্রাম নেয়ার জায়গা' ।

শরতকালে ভিয়েনার হোটেল মেট্রোপোলে উঠলেন তাঁরা । মিসেস ক্লিমেন্স ভাবলেন যাই হোক মেয়েদের সামাজিকতার একটা সুযোগ থাকা দরকার । ভিয়েনার সাহিত্য বোদ্ধা মহলে বিশেষ গুরুত্বপুর্ণ লোক হয়ে উঠলেন মার্ক টোয়েন । সমস্ত ক্লাব থেকে ডাক আসতে লাগল । ঠিক সেসময়ে আবার মার্ক টোয়েন প্রচুর লিখতে আরম্ভ করেছেন ।

ব্যাপার হচ্ছে ঋণ শোধ করে দেয়ার ফলে নিজেকে অনেক নির্ভার ভাবছিলেন তিনি । সমস্ত পাই-পয়সা বাঁচিয়ে পাওনাদারদের বুঝিয়ে দিচ্ছিলেন তিনি । 1898 সালের জানুয়ারী মাসে ক্লিমেন্স সমস্ত ঋণ শোধ করে দেয়ার মতো টাকা জোগাড় করে ফেলেছেন । সমস্ত ঋণ শোধ দেয়অর পরেও তেরো হাজার ডলার ছিল তাঁর হাতে সে মাসে । 'দ্য ম্যান হু করাপ্টেড হ্যাডলিবার্গ' এ সময়েই লেখা ।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।