আমাদের কথা খুঁজে নিন

   

মার্ক নফলার

একটা কিছু করে না দেখালে শান্তি নাই..............

আর নয় রাজনীতি। মাঝে মাঝে। আজ লিখব মার্ক নফলার নিয়ে। আমাকে আমার এক বন্ধু প্রথম golden heart শুনায় ২০০২ সালে। ।

ভালো লাগে। তারপর রোমিও এন জুলিয়েট, এটা আমার ভালো লাগেনি। তারপর আস্তে আস্তে অনেক গুলো শুনে ফেলি। প্রথমে আমার বেশীরভাগ ই ভালো লাগেনি। হিন্দী গানের,আর রোমান্টিক ইংলিশ গানের ফ্যান হওয়ার কারণে এগুলোকে আমার কানের জন্য খুব একটা উপকারী মনে হত না।

আস্তে আস্তে change আসতে শুরু হয়,কিভাবে জানিনা,হয়তোবা অনেগ গুলো মেটাল গানের ফ্যান হয়ে যাওয়ার কারণে নফলারের মেলোডিয়াস গান গুলো নতুন করে ভালো লাগতে শুরু করে। এখন তো দিনে একবার রোমিও এন জুলি্যেট না শুনলে ভালো লাগেনা।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।