আমাদের কথা খুঁজে নিন

   

নদীর কথা

বাঙলা কবিতা

নদীদের দুঃখ-সুখ মানুষের জীবনের মত, তারা তবু মানুষের মত বহুগামী, প্রতারক নয়; মিথ্যাকে সত্যের চেয়ে কোনও জ্বলজ্বলে ফ্রেমে বেঁধে, তারা কোনও বিপ্লবের বাটার দোকান খোলে নাই, লোকালয়ে, মানুষের স্বপ্নের বাগানে; তারা ধ্বংসের মূর্ত-প্রতীক তবু সৃজনের পক্ষে বয়ে চলে... মানুষের দুঃখের, ভাঙনের, শত স্মৃতিবাহী তবু নদীদের জন্য প্রেম, হাহাকার বেজে ওঠে আমাদের হৃদয়-সংগীতে... নদীর মতন তুমি ভেঙে নিয়ে পাঁজরের হাড় সাজানো বাগান, ভিটা, ভাসিয়ে তলিয়ে ক্রুদ্ধ বেগে ছুটে গ্যাছো, দূর সমুদ্রের তীব্র আক্রোশের গর্জনে হারিয়ে; প্রিয়তম নদী, তবু তোমার খোঁড়ল, পাড় ... বুকের গহনে বেঁধে এইখানে বসে আছি, চিড়-ধরা হৃদয়ের পাশে কেউ তা দ্যাখেনি, আমি স্পষ্ট দেখেছি কিছু নদী, বিপরীত স্রোতে ধেয়ে আসে ...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.