আমাদের কথা খুঁজে নিন

   

নদীর আর্তনাদ



ক্ষুরধার সেই নদীটি আজ নিরব নিথর, ক্ষীণ কুলকুল ধ্বনিতে চাপা পড়েছে ঊর্মিমালার স্বর। অথচ যৌবন জোয়ারে সে চঞ্চল ছিল একদিন, সময় স্রোতে খেই হারিয়ে আজ নিজেই স্রোতহীন। সুবিশাল হৃদয় প্রান্তে একদা তিলে তিলে গড়ে এক চর, মুগ্ধ প্রকৃতি তার শিল্পকর্মকে করে সুশোভিত সুন্দর। সৃস্ট শিল্পের নগ্ন গাত্রে পড়ে সভ্যতার সজীব আচ্ছাদন, শত রূপে রূপসী প্রকৃতিতে হয় নবরূপের সংযোজন। হঠাৎ!! প্রকৃতির ঐন্দ্রিজালিক ইশারায় হয় সে তন্দ্রাচ্ছন্ন, অজান্তেই হয়ে যায় যেন স্বকীয়তা থেকে বিচ্ছিন্ন ! প্রকৃতি হস্তের ক্রীড়ানক হয়ে মেতে ওঠে উন্মত্ত প্রলয় নৃত্যে, আঘাতে চূর্ণ করে চলে বালুচরের শেষবিন্দু অবধি অস্তিত্বে। উম্মাতাল হিংস্রতা শেষে থেমে যায় ঝড়, দীর্ঘশ্বাস নিয়ে চেয়ে দেখে শূণ্য সে প্রান্তর ! অনুশোচনায় দগ্ধ হয়ে ছুটে চলে প্রায়শ্চিত্তের মানষে, হৃদয়ের নিখাদ মমতা দিয়ে আরেক নতুন চর গড়ে সে। ওপারের ধ্বসে পড়া সভ্যতার অভিশাপ কাল হয়ে রয়, আবারও চূর্ণ করে স্বীয় সৃস্টিকে, তুলে আরেক নতুন প্রলয় ! দু’কূলের অভিশাপে সে থমকে দাঁড়ায়, স্রোত, গতি, জোয়ার, ভাটা তাকে সবাই ছেড়ে যায়...।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.