আমাদের কথা খুঁজে নিন

   

সামনের মাসে GMAT exam।ব্যাপক ভয়ে ভয়ে আছি।(একটি সাহায্যপ্রার্থনা মুলক পোস্ট)।



আগামী মাসে জিম্যাট দিচ্ছি ইনশাল্লাহ। প্রস্তুতি মোটেই আশানুরুপ না। ব্যাংক এর চাকরী করে এইসব করা অনেক ঝামেলা হয়ে যাচ্ছে। তারপরেও কিছু করার নাই। সখ হইছে (গরীবের ঘোড়া রোগ হইছে বলতে পারেন)।

সখের তোলা আশি টাকা। (আমার গেছে ২৫০ ডলার। ২৫০*৭০ =১৭৫০০ টাকা)। মুলত প্রস্তুতি নিয়ে হতাশা থেকে লিখা এই পোস্ট। আপনাদের সাহায্য কামনা করছি।

যত শীঘ্র সম্ভব। আমার প্রস্তুতির summary নিম্নে দেয়া হলো। 1. Princeton Review 2. Kaaplan's Math Workbook 3. OG 12th Edition (not finished) 4.Saifur's Math Test Paper( almost finished) 5. Saifur's Verbal Test Paper ( মাত্র শুরু করছি) 6. Manhattan's GMAT (৮ টার মধ্যে ২টা মোটামুটি পরছি) মাস দুই আগে GMAT Prep দিছিলাম পরিচিতির জন্য। একটা বড় সড় শক খাইছি। মাগার আমার কলিজা মুরগির কলিজা না হওয়ার কারনে এখনো অল্প-বিস্তর চেষ্টা চালিয়ে যাচ্ছি।

আল্লাহ ভরসা। আমার সমস্যাগুলো হচ্ছে- ১। time management এ আমি খুবই poor। এ বিষয়ে কিছু টিপস আমার খুব দরকার। ২।

আমি maths এ মোটামুটি। ইংলিশটা কিছুটা ভালো। ৩। writing এর ব্যাপারে কোন preparation ই নাই। সবার কাছে সাহায্য এবং দোয়া প্রার্থী।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.