আমাদের কথা খুঁজে নিন

   

আকাশে সূর্য আছে যতদিন ততদিন গান থাকবে , গান শোনার শ্রোতা থাকবে ।

সত্য সুন্দরকে ব্রত করি জীবনে
জন্মগতভাবে মানুষ ভাবপ্রবন , কেউ কম কেউ বা বেশী । সঙ্গীত সেই ভাবের ভূবনে অদৃশ্য সেতু বন্ধন । সেই যে প্রথম যখন বুঝতে শিখি , চোখ মেলে দেখি চারিপাশ তখন সূর শুনেছি গানের , কথা চিনি নাই । ধীরে ধীরে গানের কথার সাথে পরিচয় । কথার সাথে সূর জুড়ে এক অপূর্ব আবেশ , অন্য এক পরিবেশ তৈরী করে ফেলে ।

গানকে ভাল না বেসে উপায় কি ? এখন প্রযুক্তি সহজ করে দিয়েছে অনেক বিষয় । ফেসবুকে কত গান শেয়ার করা হয় । ইচ্ছে হল সেই গান সব জড়ো করে রাখি , ইচ্ছে হলে শুনব । (১) হারানো দিনের মত হারিয়ে গেছো তুমি ফেরারী সুখের মত পালিয়ে গেছো তুমি জানি না কি দিয়ে কি নিয়ে গেছো তুমি হারানো দিনের মত হারিয়ে গেছে তুমি তুমি তো সুখ দিয়েছিলে আমার এ মন নিয়েছিলে সবই তো ফিরিয়ে নিলে স্মৃতিটুকু ফেলে গেলে যা কিছু রেখে গেছো তাই নিয়ে আছি আমি হারানো দিনের মত হারিয়ে গেছো তুমি এখনও রাত জেগে থাকি খুলে রাখি দুটি আঁখি স্বপনের জাল বুনে দেখি সবই মিছে সবই ফাঁকি বল না তুমি ছাড়া কি নিয়ে বাঁচি আমি হারানো দিনের মত হারিয়ে গেছো তুমি ফেরারী সুখের মত পালিয়ে গেছো তুমি জানি না কি দিয়ে কি নিয়ে গেছো তুমি হারানো দিনের মত হারিয়ে গেছে তুমি হারানো দিনের মত হারিয়ে গেছো তুমি ( মিতালী মুখার্জী ) লিঙ্ক -- Click This Link (২) আকাশে সূর্য আছে যতদিন তুমি তো আমারই আর কারো নও ও তুমিতো আমারই আর কারো নও আকাশে সূর্য আছে যতদিন রাত ছাড়া চাঁদনী নদী ছাড়া ঢেউ তুমি কার জানে নাতো আমি ছাড়া কেউ রাত ছাড়া চাঁদনী নদী ছাড়া ঢেউ তুমি কার জানে নাতো আমি ছাড়া কেউ ফুটবে একটাও ফুল যতদিন তুমি যে আমার যেন এই মনে হয় তুমি যে আমার যেন এই মনে হয় আকাশে সূর্য আছে যতদিন কথা ছাড়া সূর বল আসে কাছে কার তুমি ছাড়া আমার কে আছে আর কথা ছাড়া সূর বল আসে কাছে কার তুমি ছাড়া আমার কে আছে আর পৃথিবীও একদিন হয়ে যাবে শেষ আমাদের প্রেম তবু হবে নাতো ক্ষয় আমাদের প্রেম তবু হবে নাতো ক্ষয় আকাশে সূর্য আছে যতদিন তুমি তো আমরাই আর কারো নয় ( আশা ভোসঁলে ) লিঙ্ক -- Click This Link (৩) তোমার কাছে ফাগুন চেয়েছে কৃষ্ণচূড়া তোমার কাছে ফাগুন চেয়েছে কৃষ্ণচূড়া তুমি তাই দুহাত ভরে দিলে আগুন উজাড় করে সেকি তোমার অহংকার তোমার কাছে ফাগুন চেয়েছে কৃষ্ণচূড়া তুমি চাও বাউল বাতাস কিংবা হঠাৎ সর্বনাসা আগুন খেলা শান্ত আকাশে তখন সাঁঝের বেলা তুমি চাও বাউল বাতাস কিংবা হঠাৎ সর্বনাসা আগুন খেলা শান্ত আকাশে তখন সাঁঝের বেলা এমনি তোমার ইচ্ছে চলা যায় ভেসে যায় পাগল পারা তোমার কাছে ফাগুন চেয়েছে কৃষ্ণচূড়া যদি ধর জেতার বাজী আমি হেরেই যেতে রাজী যদি ধর জেতার বাজী আমি হেরেই যেতে রাজী কখনো কি শূণ্য মন অরণ্য কোণে হওনি নিজের মুখোমুখি ভালবাসার আধার তোমায় পোড়ায় নি কি কখনো কি শূণ্য মন অরণ্য কোণে হওনি নিজের মুখোমুখি ভালবাসার আধার কি তোমায় পোড়ায় নি কি সে আধারে তুমি কি আমার অহংকারের পাওনি সাড়া তোমার কাছে ফাগুন চেয়েছে কৃষ্ণচূড়া তুমি তাই দুহাত ভরে দিলে আগুন উজাড় করে সেকি তোমার অহংকার তোমার কাছে ফাগুন চেয়েছে কৃষ্ণচূড়া ( শুভমিতা ) লিঙ্ক -- Click This Link লিরিকস দিতে সময় লাগছে বেশী । ইচ্ছে আছে দেব সব গানের লিরিকস ।

এখন শুধু লিঙ্কস । ( ৪ ) ও যে মানে না মানা ও যে মানে না মানা আঁখি ফিরাইলে বলে না না না ও যে মানে না মানা ---------------- --------------- ( সুমিত্রা সেন ) লিঙ্ক -- Click This Link ( ৫ ) কেন যাও জলের কাছে কেন জল এমন টানে ভেসে যায় কাকে চায় নদী কি তার অর্থ জানে -------------------- -------------------- ( রূপঙ্কর ) লিঙ্ক -- Click This Link ( ৬ ) গভীর নিশীথে ঘুম ভেঙ্গে যায় সে কি তুমি সেকি তুমি কার স্মৃতি বুকে পাষানের মত ভার হয়ে যেন থাকে সে কি তুমি সে কি তুমি ------------------------ ------------------------ ( খায়রুল আনাম শাকিল ) লিঙ্ক -- Click This Link ( ৭ ) যায় কি ছেড়া বুকের পাঁজর স্বপ্নে কাটো মনের আঁচড় ফিরে যাবার উপায় তো আর নেই -------------------- -------------------- ( টুটুল ) লিঙ্ক -- Click This Link ( ৮ ) আধো রাতে যদি ঘুম ভেঙ্গে যায় মনে পড়ে মোরে প্রিয় চাঁদ হয়ে রব আকাশের গায়ে বাতায়ন খুলে দিও ---------------- ----------------- ( তালাত মাহমুদ ) লিঙ্ক -- Click This Link (৯) যদি হঠাৎ আবার দেখা হয় দুজনার যদি হঠাৎ আবার দেখা হয় দুজনার কোন পথের বাঁকে বহু কাজের ফাঁকে কোন পথের বাঁকে বহু কাজের ফাঁকে শুধু জানতে চাইব আজো মনে আছে কি মনে আছে কি স্মৃতি নাকি দিয়েছে ফাঁকি সেই চেনা সূর যা গাইতাম একইসাথে চালো সাজনা যাহা তাক্ ঘাটা চালে --------------------------- -------------------------- ( নচিকেতা ঘোষ ) Click This Link) ( সকাল ১১টা, ১/১/২০১১. এই গান প্রথম এখুনি শুনে শেয়ার করতে ইচ্ছে হোল ) আপডেট হবে , এডিট হবে , গান পড়া হবে শোনা হবে ।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।