আমাদের কথা খুঁজে নিন

   

মুক্তিযুদ্ধভিত্তিক সাম্প্রতিক মঞ্চনাটক



সেইসব দিনগুলি : নাগরিক নাট্যাঙ্গনের মুক্তিযুদ্ধভিত্তিক প্রযোজনা ‘সেইসব দিনগুলি’ মঞ্চায়ন হয়ে আসছে প্রায় দেড় বছর ধরে। ড. ইনামুল হক রচিত এ নাটকটির নির্দেশনা দিয়েছেন লাকী ইনাম। নাটকটি গতকাল শিল্পকলা একাডেমির বিজয় নাট্যোত্সবে মঞ্চায়ন হয়েছে। এ মাসেই নাটকটি ভারতের একটি উত্সবেও মঞ্চায়ন হবে। সেইসব দিনগুলি নাটক প্রসঙ্গে ড. ইনামুল হক বলেন, ‘যুদ্ধকালীন সময়ে বিভিন্ন পরিবারের মধ্যে যে দ্বান্দ্বিকতার ব্যাপারটি কাজ করেছে, সেটিই এ নাটকের উপজীব্য।

একটা পরিবারের সবাই মুক্তিযুদ্ধে যেতে পারেনি। যার চিন্তা-চেতনার মধ্যে দৃঢ়তা ছিল, কেবল সে-ই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পেরেছে। আরেকটি বিষয় হচ্ছে, তখনকার সময়ে যারা ভালো অবস্থায় ছিল, দেশ বা সমাজ পরিচালনার দায়িত্বে ছিল, তারাও খুব একটা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেনি। এটা আমি আমার অভিজ্ঞতা থেকে নিয়েছি। একটি পরিবারের চিত্র দিয়ে আমি সমাজকে, দেশকে বোঝাতে চেয়েছি।

’ যাদের দ্বারা সমাজ পরিচালিত হচ্ছে, তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে নিজেদের প্রতিষ্ঠা করা যেনতেন ব্যাপার ছিল না। এ কাজটাই মুক্তিযুদ্ধের মাধ্যমে হয়েছে। আর এসব বিষয়ই ‘সেইসব দিনগুলি’ নাটকে উঠে এসেছে। ফেস্টুনে লেখা স্মৃতি : স্বপ্নদলের সর্ব সাম্প্রতিক প্রযোজনা ‘ফেস্টুনে লেখা স্মৃতি’ একটি মুক্তিযুদ্ধভিত্তিক নাটক। সেলিম আল দীনের স্মৃতিকথা অবলম্বনে এটি নির্মিত।

নাট্যরূপ দিয়েছেন জাহারাবী রিপন। নাটকটির নির্দেশনা দিয়েছেন যৌথভাবে সামাদ ভূঞা ও রওনক লাবণী। হেমন্তের ধান্য উত্সবের আমন্ত্রণ পেয়ে তিন বন্ধু বেড়াতে আসেন তাদের পৈতৃক নিবাসে। একদিন বিকেলে জমে ওঠে তাদের গল্পের আসর, নদীর পাড়ে। প্রথম বন্ধু কৌতুক রসে সমাপ্ত করে গল্প।

তারপর দ্বিতীয় বন্ধু শুরু করেন তার শ্বশুরবাড়ির গল্প। তার গল্পে উঠে আসে ধূসর অতীতের স্মৃতি। মুক্তিযুদ্ধকালে স্বজন ও সহযোদ্ধা হারানোর দুঃসহ সেই স্মৃতি। যুদ্ধে গমন, রাতের অন্ধকারে সঙ্গী ও পথ হারিয়ে ফেলা, নিকটজনের মৃত্যু সংবাদ, পাকিস্তানি সৈন্যদের হঠাত্ আমন্ত্রণে সবার ভীত হয়ে ওঠা প্রভৃতি ঘটনার শেষে যুদ্ধজয়ীর বেশে বাড়ি ফেরার কথা সেই গল্পে আশ্চর্য আবেগ ও বেদনার স্মৃতিতে ভেসে ওঠে। সবার মনে জাগে বিহ্বলতা।

তারা অনুভব করেন মুক্তিযুদ্ধ প্রকৃত অর্থে কোনো স্মৃতি নয়, নিত্যদিনের প্রসঙ্গ। এভাবেই আবর্তিত হয় ‘ফেস্টুনে লেখা স্মৃতি’ নাটকের গল্পকথা। নাটকটি গত ৩ ডিসেম্বর সর্বশেষ মঞ্চায়ন হয় ফরিদপুরের আম্বিকা ময়দানে। গত আগস্টে নাটকটির প্রথম মঞ্চায়ন হয়েছিল। অমাবস্যার কারা : নাট্যাঙ্গনে নবাগত নাট্যদল নটরণ গত অক্টোবর মাসে মঞ্চায়ন করে তাদের প্রথম প্রযোজনা ‘অমাবস্যার কারা’।

মুক্তিযুদ্ধভিত্তিক এ নাটকটিতে ১৫ জন নারীসহ মোট ১৮ জন শিল্পী অভিনয় করেছেন। নাটকটি রচনা করেছেন কুমার প্রীতীশ বল, নির্দেশনা দিয়েছেন দেবাশীষ ঘোষ। মুক্তিযুদ্ধের মধ্যভাগে একটি গ্রামে খবর আসে, সে রাতেই পাকিস্তানি বাহিনী গ্রামটিতে হামলা চালাবে। খবর পাওয়া মাত্রই নিজেদের জীবনের কথা ভেবে পালিয়ে না গিয়ে গ্রামের সব পুরুষ এক হয়ে নিজেদের মা-বোন-বউদের নিরাপত্তা নিশ্চিত করতে তত্পর হয়ে ওঠে। দলে দলে নারী, শিশু, কিশোরী, তরুণী ও বৃদ্ধা বাঁচার তাগিদে ছোট একটি অন্ধকার, স্যাঁতসেঁতে বদ্ধ ঘরে আশ্রয় নেন।

সেখানে অস্বস্তিকর ভয়াবহ এক পরিবেশ সৃষ্টি হয়। এখানে কেউ বা ঘর ছেড়ে এসে চিন্তিত, কেউবা সদ্য প্রসূত শিশু নিয়ে ব্যস্ত, কেউ আবার সদ্য বিবাহিতা, কেউ হয়তো স্বামী হারিয়েছে দু’দিনও হয়নি, কোনো শিশু হারিয়েছে তার মাকে ইত্যাদি বিচিত্র সব ব্যাপার-স্যাপার। এভাবে ‘অমাবস্যার কারা’ নাটকে উঠে এসেছে বেঁচে থাকার এক রাতের সংগ্রাম। ইদু কানার বউ : টিএসসিভিত্তিক নাট্যসংগঠন স্বাপ্নিক থিয়েটারের মুক্তিযুদ্ধভিত্তিক প্রযোজনা ‘ইদু কানার বউ’। কথাশিল্পী নাজিব ওয়াদুদের ছোটগল্প অবলম্বনে এর নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন এইচএম তানভীর হাসান।

গত ৯ নভেম্বর কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তনে নাটকটির উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এ নাটকের গল্পে এমন এক মুক্তিযোদ্ধার চরিত্র উন্মোচিত হয়েছে যে তার লোভ ও কামপ্রবৃত্তির দাসত্বের জন্য যে কোনো কিছু করতে পারে। তার ভাই শান্তি কমিটির নেতৃত্বে থাকায় সে বেঁচে যায়। পাকবাহিনী ও তাদের সহযোগীদের হাত থেকে উভয়কূল রক্ষা করে সে তার গোপন পরিকল্পনা বাস্তবায়ন করার ধান্ধায় থাকে। গ্রামের ইদু কানার বউকে সে তার ষড়যন্ত্রের জালে জড়িয়ে সংসার থেকে বিচ্ছিন্ন করে দেয়।

শেষ পর্যন্ত ইদু কানার বউয়ের ঠিকানা হয় সংসারের বাইরে, সমাজের বাইরে। মুক্তিযুদ্ধ যে কত বিচিত্র চরিত্র সৃষ্টি করেছে এ জাতির মধ্যে, এ নাটক তারই উদাহরণ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.