আমাদের কথা খুঁজে নিন

   

মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস,গল্প ও কবিতা সংকলনের তালিকা



আগের ২ পর্বে দেয়া হয়েছে মুক্তিযুদ্ধভিত্তিক প্রামান্য বই এবং চলচ্চিত্রের তালিকা,সবার অংশগ্রহণে বেশ অনেকগুলো নাম পাওয়া গেছে। এবার দেয়া হল মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস,গল্প ও কবিতা সংকলনের তালিকা,বেশিরভাগটাই ব্লগারদের দেয়া তালিকা থেকে নেয়া,১টা বড় অংশ নেয়া শ্রদ্ধেয় রাগিব ভাইয়ের উইকিপিডিয়া থেকে দেয়া তালিকা থেকে। অনুরোধ থাকবে আবারো সবাই এখানে নিজের পড়া এবং জানা বইয়ের নাম যোগ করে কৃতজ্ঞ করবেন এবং তালিকাটিও সমৃদ্ধ করবেন। মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস,গল্প ও কবিতা সংকলন: ১। রাইফেল-রোটি-আওরাত : আনোয়ার পাশা ২।

আমার বন্ধু রাশেদ : মুহম্মদ জাফর ইকবাল; (কাকলী প্রকাশনী) ৩। আকাশ বাড়িয়ে দাও : মুহম্মদ জাফর ইকবাল; (জ্ঞানকোষ প্রকাশনী) ৪। ১৯৭১ : হুমায়ুন আহমেদ ৫। জ্যোছনা ও জননীর গল্প : হুমায়ুন আহমেদ ৬। অনীল বাগচীর একদিন : হুমায়ুন আহমেদ ৭।

আগুনের পরশমণি : হুমায়ুন আহমেদ ৮। শ্যামল ছায়া : হুমায়ুন আহমেদ ৯। জয়বাংলার দেশে-- মঞ্জু সরকার (গল্পের বই) ১০। ফ্রিডম : আলী মাহমেদ ১১। একাত্তরের পথের ধারে : শাহরিয়ার কবীর ১২।

একাত্তরের যীশু : শাহরিয়ার কবীর ১৩। কালো ঘোড়া : ইমদাদুল হক মিলন ১৪। ঘেরাও : ইমদাদুল হক মিলন ১৫। মা : আনিসুল হক ১৬। বাংলাদেশ কথা কয় : ছোটগল্প সঙ্কলন ১৭।

প্রেক্ষাপট ৭১ : ছোটগল্প সঙ্কলন ১৮। প্রতিবিম্বের প্রতিধ্বনি : ছোটগল্প সঙ্কলন ১৯। মুক্তিযুদ্ধের গল্প : ছোটগল্প সঙ্কলন ২০। জয় বাংলার জয় : শওকত ওসমান ২১। জলাঙ্গী : শওকত ওসমান ২২।

জাহান্নম হইতে বিদায় : শওকত ওসমান; (স্টুডেন্ট ওয়েজ) ২৩। জন্ম যদি তব বঙ্গে : শওকত ওসমান ২৪। দুই সৈনিক : শওকত ওসমান ২৫। নেকড়ে অরণ্য : শওকত ওসমান ২৬। শেখের সম্বরা : শওকত ওসমান ২৭।

একাত্তরের বর্ণমালা : এম. আর. আখতার মুকুল ২৮। ওরা চারজন : এম. আর. আখতার মুকুল ২৯। জয়বাংলা : এম. আর. আখতার মুকুল ৩০। একাত্তর : এম. আর. আখতার মুকুল ৩১। বিজয় : এম. আর. আখতার মুকুল ৩২।

ফেরারী সূর্য : রাবেয়া খাতুন ৩৩। একাত্তরের নিশান : রাবেয়া খাতুন ৩৪। সাত ঘাটের কানাকড়ি : মমতাজ উদ্দিন আহমদ ৩৫। বকুল পুরের স্বাধীনতা : মমতাজ উদ্দিন আহমদ ৩৬। নিষিদ্ধ লোবান : সৈয়দ শামসুল হক ৩৭।

একাত্তরের কথামালা : বেগম নূরজাহান ৩৮। তোমরাই : আবদুল্লাহ আল মামুন ৩৯। বাংলার মুখ : আশরাফ সিদ্দিকী ৪০। মুক্তিযুদ্ধ হৃদয়ে মম : মুসা সাদিক ৪১। যখন সময় এল : সৈয়দ আলী আহসান ৪২।

যুদ্ধজয়ের গল্প : রবীন্দ্র গোপ ৪৩। আবার আসিব ফিরে : শিরীন মজিদ ৪৪। লোরিয়া : আলী ইমাম ৪৫। যুদ্ধ জয়ের গল্প : বিপ্রদাশ বড়ুয়া ৪৬। যুদ্ধে যাবার সময় : মঞ্জু সরকার ৪৭।

রাজপুত্র : দাউদ হায়দার ৪৮। বাতাসে বারুদ রক্তে উল্লাস : জুবাইদা গুলশান আরা ৪৯। মুক্তিযোদ্ধা হতেম যদি : আবু হানিফ ৫০। সংগ্রামী বাংলা : আবুল কালাম আজাদ ৫১। একাত্তর কথা বলে : মঞ্জুর আহমদ ৫২।

জয় জয়ন্তী : মামুনুর রশীদ ৫৩। নুরুল ও তার নোট বই (ছোটগল্প সংকলন) : মুহম্মদ জাফর ইকবাল ৫৪। সূর্যের দিন: হুমায়ুন আহমেদ ৫৫। A Golden Age - Tahmima Anam; ৫৬। কিশোর মুক্তিযোদ্ধারের সত্যিগল্প: আমীরুল ইসলাম ৫৭।

বৃষ্টি ও বিদ্রোহীগণ : সৈয়দ শামসুল হক ৫৮। মনের ঘুড়ি লাটাই ৫৯। কালা কুঠুরি ৬০। মুক্তিযুদ্ধ: নির্বাচিত কবিতা - সাইফুল্লাহ মাহমুদ দুলাল ৬১। রাজনৈতিক ও অরাজনৈতিক প্রবন্ধ : আহমদ ছফা ৬২।

একজন দুর্বল মানুষ (ছোটগল্প সংকলন) : মুহম্মদ জাফর ইকবাল ৬৩। পায়ের আওয়াজ পাওয়া যায় : সৈয়দ শামসুল হক; (নাটক) ৬৪। উত্তরকাণ্ড মুজিবনগর : শওকত ওসমান ৬৫। তরুক্ষু ৬৬। তালাশ : শাহীন আখতার ৬৭।

যুদ্ধ : সেলিনা হোসেন ৬৮। আব্বুকে মনে পড়ে : হুমায়ূন আজাদ ৬৯। নামহীন গোত্রহীন : হাসান আজিজুল হক; (গল্পগ্রন্থ) ৭০। দ্বিতীয় দিনের কাহিনী : সৈয়দ শামসুল হক; (উপন্যাস) ৭১। এখন দুঃসময় : আব্দুল্লাহ আল মামুন; (মঞ্চনাটক) ৭২।

মেরাজ ফকিরের মা : আব্দুল্লাহ আল মামুন; (মঞ্চনাটক) ৭৩। কেরামতমঙ্গল : সেলিম আল দীন; (মঞ্চনাটক) ৭৪। জীবন ও রাজনৈতিক বাস্তবতা : শহিদুল জহির; (উপন্যাস) ৭৫। হাঙ্গর নদী গ্রেনেড : সেলিনা হোসেন; (উপন্যাস) ৭৬। ক্যাম্প : মুহম্মদ জাফর ইকবাল; (উপন্যাস) ৭৭।

মুক্তিযুদ্ধের গল্প (সংকলন) : অবসর প্রকাশনী ৭৮। আরেক ফাল্গুন : জহির রায়হান (ভাষা আন্দোলন সংক্রান্ত , সরাসরি মুক্তিযুদ্ধ নয়) ৭৯। আমার যত গ্লানি : রশীদ করীম ৮০। জীবন আমার বোন : মাহমুদুল হক ৮১। খেলাঘর : মাহমুদুল হক ৮২।

অশরীরী : মাহমুদুল হক ৮৩। কবেজ লেঠেল : মঈনুল আহসান সাবের ৮৪। অন্ধ কথামালা : রশীদ হায়দার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.