আমাদের কথা খুঁজে নিন

   

আমার পুত্রের প্রথম বড় পর্দায় মুভি দেখা এবং আমার সহিষ্ণু সময় অতিবাহিত করা

সত্য সুন্দরকে ব্রত করি জীবনে

আজ আমার ছেলে জীবনে প্রথম বড় পর্দায় মুভি দর্শন করবে । তার প্রস্তুতি ছিল দেখবার মত । নাওয়া খাওয়া প্রায় মাথায় উঠল । সিনেপ্লেক্সে গিয়ে চেয়ার ঠিক করে বসতে বসতে পড়ে যায় নি রক্ষা । মুভির ডায়ালগ শুনব কি ? প্রথমে পেছনে ফিরে দেখেছে অনেকক্ষন, যদিও সামনেই সব দেখার বিষয় ।

তারপর বলল, ' পেছন থেকে লাইট ফেলছে কেন বড় টিভিটায়'? অন্যদের বিরক্ত কম করবো বলে যত কম কথায় জবাব দিতে চাই ওর মন ভরে না । লালনের মুখে দাগ দেখে বলল , 'কি পোকা কামড়েছে ওর মুখে ?' বোকার মত বলে ফেলেছি পক্সের দাগ । ব্যস শুরু হয়ে গেল পক্স নিয়ে প্রশ্ন । কেন নদীতে ভাসিয়ে দিল , কেন হাসপাতালে নিল না রোগীকে , কেন প্রাচী কাদঁছে লালনের বিদায়ের সময়, কেন লালন একবার বুড়ো একবার ইয়ং, প্রসেনজিৎ কেন চুল খোপা করেছে, রন পা দিয়ে কি করে হাটে , বার বার কেন গান গেয়ে ওঠে লালন, জঙ্গলে থাকতে ওদের ভয় লাগে না কেন এমন অসংখ্য প্রশ্নে জর্জরিত আমার মুভি দেখা কাল । এমন নয় যে সে টিভিতে মুভি দেখে নি কখনো ।

তার অতি উৎসাহিত অবস্থার পরিনতি ছিল হয়তো এমনটি । মারামারিতে রক্তাক্ত অভিনেতাদের দেখে আমাকে সান্ত্বনা দিল , ' আম্মু চিন্তা করো না , ওটা সত্যি রক্ত না , টমেটোর রঙ' । আরেকবার জ্যোতিন্দ্রনাথ ঠাকুরের নাম আমার কাছ থেকে শোনার সময় ভুলে শুনেছে যোগীন্দ্রনাথ সরকার । খুব খুশী , কিছুক্ষন চুপাচাপ । মুগ্ধ হয়ে দেখছে।

কারন যোগীন্দ্রনাথ সরকার তার প্রিয় কবি, গল্প লেখক । ( হাসি- খুশী গল্প ছড়া বই বগলদাবা করে বেড়ায়) । এর মধ্য তার ধৈর্য্যচ্যূতি ঘটেছে । বলল , পেটে ব্যথা করছে । সত্যি কি না জানি না ; বিরতির সময় পাপার হাত ধরে পটেটো স্টিক্স আর ড্রিঙ্ক খাওয়ার পরপরই ব্যথা সেরে গেল ।

বিরতির পরেই শুরু হোল , " কোনখানে সাঁই বালাম খানা" গান । এ গানটি শোনা এবং দেখার বিশেষ আগ্রহ ছিল আমার । তখন পুত্র আমার এত কান্ড করলো যে কখন কি শেষ হয়ে গেল বুঝতে পারলাম না । ফটোগ্রাফী অসম্ভব রকম ভাল লেগেছে মনের মানুষ মুভির । ডায়ালগ তো আর বেশী শুনতে পারি নি ।

কি আর করা ? বাড়ী আসবার সময় বলেছি এত সুন্দর একটা ছবি , আয়মান তুমি দেখতে দিলে না ভাল করে । বলল, ' বড় হয়ে তোমাকে নিয়ে দেখাব এটা । ' সেই অপেক্ষায় থাকি । এর পর মুভি দেখতে গেলে আয়মানকে কারো কাছে রেখে যেতে হবে অথবা ডাবিং আলাদা নিয়ে কানে হেডফোন লাগিয়ে দেখতে বসতে হবে । এসব মোটেও আমার দু:খের কাহিনী নয় , সুখের কাহিনী ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.