আমাদের কথা খুঁজে নিন

   

ভালোবাসতে জানতে হয়

জানতে চাই_জানতে চাই এবং জানতে চাই

কুকুরের সন্তান কুকুর হয়েই জন্মগ্রহণ করে, তেমনি শুকরের সন্তান শুকর, গাধার সন্তান গাধা; কিন্তু মানুষের সন্তানকে মানুষ হতে হয়, নইলে থেকে যায় হিংস্র পশুর চেয়েও নিম্ন শাখায়। আজ শহীদ বুদ্ধিজীবী দিবস। যে মানুষের সন্তান মানুষ হতে পারে নাই তারাই নকসা এঁকেছিলো এমন এক নারকীয়তার (শব্দটি কি একটি শক্ত অবস্থান তৈরি করতে পারে এতো বড় একটি ঘটনার। পারে না নিশ্চয়। এটি হতে পারে না।

)। যা আজও বিদ্যমান। আর এর কোনোটিরই বিচার হয়নি। আমরা করতে পারিনি। মানুষ যদি মানুষকে ভালোবাসতো তবে প্রতিনিয়ত এভাবে মানুষের হাতে মানুষ মারা পড়তো না গোটা বিশ্বে।

আমাদের মতো এমন জাতিতো খুঁজে পাওয়া আরও দুস্কর। আমরা আমাদের শ্রেষ্ঠ মানব সন্তানদেরই হারিয়েছি। আমারাই তাদের খুনি। কি নির্মম। আসুন আমরা মানুষকে ভালোবাসতে শিখি।

লেখাটির প্রেক্ষিতে যদি একটু পড়ে নেন আব্দুল গফফার চৌধুরীর কলামটি, তবে হয়তো কিছুটা বুঝতে পারা যাবে মানুষই পারে ভালোবাসতে। শহীদ বুদ্ধিজীবী লাল সালাম..

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।