আমাদের কথা খুঁজে নিন

   

অনেক হয়েছে, এইবার ক্ষান্ত দেন

কোনদিন আমি গাইব সেই গান ..যে গানে থাকবে না মলিন অহংকার

আমরা আবার হারলাম, পারলাম না নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে.....তুমুল উচ্ছাস নিয়ে নতুন নতুন গ্রুপ খোলা হচ্ছে Facebook এ, গ্রুপ গুলো এক হতভাগা গাজী সাহেবকে নিয়ে. কিছুদিন আগে উনার এক আচরণে ক্ষুদ্ধ হয়ে জনসাধারণ তাদের রাগের বহি প্রকাশ করছে গ্রুপ খুলে.......ভদ্রলোককে চরম ভাবে তুলাধুনা করা হচ্ছে বিভিন্ন মন্তব্য করে.......কাহিনীর শুরুটা এইভাবে: শাহরুখ খানের কনসার্ট, প্রথমবারের মত ঢাকাতে. সভাবতই আমরা উত্তেজিত. আমরা অবশ্য সব বেপারেই উত্তেজিত থাকি, আর না থাকলেও পাবলিক এর পাল্লায় পরে উত্তেজিত হয়ে উঠি. যাকগা, আসল কথায় ফিরি. মহাতারকার কনসার্ট ঘিরে মহা জল্পনা-কল্পনা. বাংলাদেশে শাহরুখ এমনিতেই পপুলার, তার উপর যদি আপনি হন উনার মাঝারি মাপের ফ্যান তাহলেই যথেষ্ট. বড় মাপের ফ্যান হলে তো কথায় নেই. কনসার্ট শুরু হলো.....অধীর আগ্রহে সবাই অপেক্ষা করছে শাহরুখ এর জন্য, এমনিতেই উত্তেজনা - তার উপর আয়োজকরা তৈরী করলেন আরো উত্তেজনা...................... ......................... আসলেন শাহরুখ. শাহরুখ এর অনেকগুলো গুনের মধ্যে একটি হলো মঞ্চ জমানো, যেখানেই কোনো শো করতে যান, মানুষ এবং মঞ্চ দুইটাই জয় করবেন. আর এইসব করার জন্য দর্শক সারি থেকে ডেকে তুলেন যে কাউকে. যাই হোক, সব কিছুই ঠিক মত হচ্ছে. গরবর লেগে গেল যখন গাজী ইলিয়াস মঞ্চে উঠে পড়লেন ( ভিডিও দেখে মনে হয়েছে উনি নিজের থেকেই উঠেছেন, শাহরুখ অন্য কাউকে হয়ত ডেকেছিলেন). এরপর শুরু হলো ঘটনার ঘনঘটা. গাজী সাহেব ইংলিশ বা হিন্দী কোনটাই পারেন না (পানি খাওয়া অংশটা বাদ থাকলো). কিছুক্ষণ উনি কথা বললেন, অনেকখানি অদ্ভুত আচরণ করলেন আর পরিশেষে আয়োজকরা জোরপূর্বক উনাকে নামিয়ে নিলেন........এইটুকুই হলো ঐদিনের আলোচিত ঘটনা. এইবার আসেন ওই ঘটনার ফলশ্রুতিতে কি হলো. যা হয়েছে তা লেখার শুরুতেই বলেছি. আবার বলছি- গাজী সাহেবকে নিয়ে গ্রুপ খোলা হচ্ছে Facebook এ. একটা গ্রুপ হলো GAZI ILLIAS - isn’t it the average quality of us? (বর্তমান ফ্যান ৩১২২) . আরেকটা গ্রুপ এ উনার মোবাইল নাম্বার আর কর্মক্ষেত্রের ঠিকানা পোস্ট করা হয়েছে ......আরো হয়ত অনেক কিছুই হবে. বুঝা যাচ্ছে উনার অবস্থা সঙ্গিন . হায়রে বাঙালি.....কোন কিছুতেই আমাদের বাড়াবাড়ি কমে না. গাজী মিয়াও মঞ্চে উঠে বাড়াবাড়ি করলেন, আর আমরা করছি ইন্টারনেট এ বসে, গ্রুপ খুলে/ পোস্ট করে. ধরলাম উনি কিছুই পারেন না (ভাষার আদান-প্রদান অথবা ভদ্রতা), তারপর ও শাহরুখ এর সাথে একই মঞ্চে কিছু করবেন এই খুশিতে মঞ্চে উঠে আকামটা করলেন. শাহরুখ অথবা তার গ্রুপ এইসব ঘটনা থেকে অবশ্যই পুরো বাংলাদেশকে বিচার করবেন না - "সাধারণ মানুষ ইংলিশ বা হিন্দী পারে না, বাংলা ছাড়া কিছুই বুঝে না" - এইটা নিয়ে শাহরুখ বা তার গ্রুপ কিছু চিন্তা করবে আর পরে সারা দুনিয়াকে জানাবে এটা ভাবাও হাস্যকর. ঐদিন মঞ্চে আরো অনেকেই উঠেছিলেন, কোনো ঝামেলাও হয়নি - এক ইলিয়াস সাহেব পুরো দেশের মান সম্মান পুরো পৃথিবীর কাছে ডুবায়ে দিল, এটা চিন্তা করাটাও হাস্যকর. আমরা একটু বেশি মাত্রায় বিব্রত হয়েছি মাত্র - এই যা, ঘটনা এখানেই শেষ হতে পারত.........কিন্তু শেষ হইয়াও হইলোনা শেষ. বড় বেশি মাত্রায় নিজের দেশকে আমরা এখন বিব্রত করছি..........অনেক বেশি মাত্রায়. আমাদের তুলনায় গাজী সাহেবের ওই ঘটনা কিছুই না. না বুঝে আমরা তাই like দিয়ে যাচ্ছি Facebook এ: The Ultimate Stupid of Bangladesh - GAZI ILLIAS . আমদের এই like পোস্ট দেখবে দেশী/বিদেশী facebook বন্ধুরা. বিদেশীরা হয়ত wallpost কিছুই বুঝবেনা (যদি বাংলায় লেখা হয়/ বাংলা উচ্চারণে ইংলিশ এ লেখা হয়) কিন্তু সামান্য ধারণা পাবে - আমাদের দেশে একজন stupid আছেন.........কে ডুবালাম নিজের দেশকে? facebook এ তথ্য যে কত দ্রুত স্থানান্তরিত হয় তা সবাই জানে, কিন্তু পোস্ট এ like দেয়ার সময় একটুও চিন্তা করে না আমি কি করতে যাচ্ছি. বড় আফসোস !!!!! আমাদের দেশে Ultimate stupid অনেক আছে. দেশটাকে শেষ করে দিয়ে, সারা পৃথিবীর কাছে দেশের সম্মান ধুলিস্যাত করেও তারা সগর্বে দেশের মাটিতে ঘুরে বেড়ায়.........ওদের বিরুদ্ধে সোচ্চার হোন. খুব খুশি হতাম যদি দেখতাম ঐসব Ultimate stupid দের বিরুদ্ধে গ্রুপ খুলে পাবলিক সোচ্চার হচ্ছে. একদমই যে হচ্ছে না তা কিন্তু না, কিন্তু এইভাবে গাজী সাহেবের বিরুদ্ধে যেভাবে হলো সেভাবে দেখলাম না........ আর সোচ্চার হোন নিজের কাছে - অন্যের দোষ খুজতে বড় আনন্দ. এই আনন্দ বন্ধ হওয়া দরকার . আসুন আগে নিজেকে শোধরাই. দেশের বিরুদ্ধে অপপ্রচার যেন আমরা নিজেরাই নিজেদের অজান্তে না করি.

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.