আমাদের কথা খুঁজে নিন

   

তারাই মুক্তিযোদ্ধা!



হাইরে বাংলাদেশ । হাইরে বিজয়। এ মাসেই ৩০লাখ বাঙ্গালীর শহীদরে বিনিময়ে মহান স্বাধীনতা এসেছিল। আমরা পেয়েছিলাম আলাদা ভূখন্ড,পতাকা ও সংস্কৃতি। স্বাধীনতার অনেক পরে জন্ম গ্রহণ করায় স্বাভাবিভাবেই ৭১ এর ১৬ ডিসেম্বরের বিজয় দেখিনি।

তবে ইতিহাস থেকে জেনেছি। স্বাধীনতার ৩৯তম বছরে এ প্রজন্মের তরুণ হিসেবে যা দেখছি, তার সঙ্গে স্বাধীনতার চেতনা খুঁজতে গিয়ে চরম বিভান্ত্রির মধ্য পড়ে যাই। কি হচ্ছে স্বাধীনতার মাসে। ভিন দেশী তারকা শাহরুখ খান নিয়ে মাতামাতি। শাহরুখ-রানীর নাচ গান দেখতে ৩০০০ থেকে ২৫০০০ টাকার টিকেট কাটে বাংলাদেশের আবাল বৃদ্ধরা।

কিং খানরা আমাদের দেশ থেকে ১০০ কোটি টাকা তাদের দেশে নিয়ে যাবে। অথচ আমাদের দেশের শিল্পী আজম খান ও আব্দুর রহমান বায়াতীসহ ডজন খানেক শিল্পী টাকার অভাবে মুত্যুর সঙ্গে লড়ছে। প্রতিদিন ভারতীয় বিএসএফ বাহিনী বাংলাদেশের গরীব মানুষ অসহায় মানুষদের পাখির মত গুলি করে মারছে। আমরা সেই ভারতীয় শিল্পীদের নিয়ে নাচ গানে মত্ত। তাদের সঙ্গে নাচ গান করবেন বাংলাদেশের কুমার বিশ্ব জিৎসহ আরও অনেকে।

ডিসেম্বর আমাদের বিজয়ের মাস। বিজয় দ্বিবসের ঠিক ৬ দিন আগেই ভিনদেশী সংস্কৃতি নিয়ে মাতামাতি। এখন বাংলাদেশের বিজয়,উদ্বযাপন অন্য দেশের। আমাদের নতুন প্রজন্মকে দেশ প্রেম শেখায় সাম্রাজ্যবাদী শক্তিদের বহুজাতিক কোম্পানি মোবাইল ফোন কোম্পানি। তারাই এখন বাংলাদেশের বড় প্রেমিক !তারাই মুক্তিযোদ্ধা! হায়রে দেশের সংস্কৃতি!


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.