আমাদের কথা খুঁজে নিন

   

বিএনপির সংসদ বর্জন



নবম জাতীয় সংসদের সপ্তম অধিবেশন হয়েছে। দেশের প্রধান বিরোধী রাজনৈতিক দল বিএনপি এবারও সংসদে যায়নি। সবাই আশা করেছিল রাজনৈতিক দল হিসেবে দাবি-দাওয়া আদায়ের জন্যে বিএনপি যেমন গত কিছুকাল ধরে রাজপথে সক্রিয় হয়ে উঠেছে; তেমনই তারা হয়ত এবার সংসদে হাজির হয়ে তাদের বক্তব্য পেশ করবে এবং জাতীয় সংসদকে প্রাণবন্ত করার লৰ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সংসদীয় গণতন্ত্রে সংসদ রাষ্ট্রীয় ক্ষমতার মূল ভিত্তি। সরকার ও বিরোধীদলীয় সাংসদরা এখানে উপস্থিত হলে সংসদীয় আলোচনার মাধ্যমে তাদের সমস্ত বক্তব্য রাখতে পারেন। জনস্বার্থে সংসদে নিজ নিজ বক্তব্য অবাধে রাখার অধিকার তাদের রয়েছে। সাংসদদের পবিত্র দায়িত্ব সংসদে হাজির থাকা। কারণ সংসদে হাজির হয়ে জনগণের পৰে বক্তব্য রাখা তাদের প্রধান দায়িত্ব। এ কথা বিস্মৃত হওয়া উচিত নয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.