আমাদের কথা খুঁজে নিন

   

দেখেছি

আমার কিন্তু স্বপ্ন দেখতে আজও ভাল লাগে।

দেখা হয়নি, চাদের পাহাড় দেখা হয়নি, ডেফডিলের বাহর দেখিনি, এভারেষ্টের চূড়া দেখিনি, নায়াগ্রার জল ঝরা দেখিনি, মোনালিসাকে ট্রয়ের হেলেন কিংবা ভারতের নূরজাহানকে জানিনে, শুক্লপক্ষ আর কৃষ্ণপক্ষের মানে খুজিনি, লাবণ্যকে রবিবাবুর গানে। দেখা হয়নি, শরতের আকাশে ভাসা মেঘের ভেলা কিংবা বর্ষার আকাশে চাদের লুকোচুরি খেলা দেখেছি তোমায় এক রূপালী ভোরে দূর থেকে দূরান্তরের গ্রাম থেকে গ্রামান্তরের এক অচেনা অন্দরে আর খুজে নিয়েছি মানে আপন মনে কেন শিল্পীরা আকে ছবি আর মধ্যরাতে চাদের সাথে আতেল ও হয় কবি

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।