আমাদের কথা খুঁজে নিন

   

খন্ডিত - মুহাম্মাদ সারফারাজ হুসাইন



(১৯৯৫ সালের ২৪শে আগস্ট দিনাজপুরে ধর্ষিতা ইয়াসমিন কে নিয়ে রচিত) বহু বছর পার করে, বহু চড়াই উৎরাই পার করে, দেহটিকে যৌবনে টেনে এনেছিলো ইয়াসমিন, দেহ নামক তথাকথিত লোভীর মধুভান্ডারই হবে তার কাল, বোঝেনি সে কোন দিন, সেই ইয়াসমিন। তোমার মৃত্যু আমাদের লজ্জায় ডোবায়, আমাদের মানবিকতাকে পদতলে পিষ্ট করে, মধ্যযুগীয় বর্বরতাকে হার মানানো সে নির্মমতা, একটু একটু করে হার মানায় সভ্যতাকে। তুমি নেই ইয়াসমিন, তবু দিন আছে, রাত্রি আছে, আছে রক্ত নিয়ে হোলি খেলার সময়, দিনাজপুর নামক জায়গাটি এখনো আছে, ইয়াসমিন, তবু তোমার মৃত্যু সেতো ভোলার নয়। তুমি আছো, কারো স্পষ্ট কারো বা অস্পষ্ট স্মরনেতে, আছো কারো মনে সেই বিখ্যাত ফটোগ্রাফ হয়ে, একটি জীর্ণ ভ্যান, তার উপর নিথর একটি দেহ লীন, তুমি অবিনশ্বর, শাশ্বত হয়ে রবে চিরদিন, ইয়াসমিন। (১১/০৪/১০, দুপুর ১২ টা ১৫ মিনিট)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.