আমাদের কথা খুঁজে নিন

   

খন্ডিত চিঠি বাকী অংশ



খন্ডিত চিঠি পুজার বেদীতে আমার এই বৃন্তচ্যুত পুষ্পাঞ্জারী সমেত প্রস্ফুটিত কুসুমরাজির মোহিনী আবেশ বিধৃত পুষ্পমাল্য আর প্রণয়ের আবেগে আলিঙ্গনের অতৃপ্ত হৃদে হিম মিশ্রণে গলন ক্রিয়া সম্পাদন করে নির্জিব ঐ প্রেমারতি সৌধকে সজিবতায় ভরিয়ে তুলবেই। নইলে যে আরতির লগ্ন পেরিয়ে আমার এই দু’গন্ড সজ্জিত অঞ্জলি তোর পদ প্রান্তে নির্বাক পুষ্পদানিতে ঝরে পড়া বাসীকুসুমের সাক্ষী হয়ে তোকে পুণঃপুণ পিনবধ করবে। আমার প্রণয়ের এই প্রলুব্ধকারী আহ্বান তোকে গহীন প্রশান্তের ম্যারিয়ানা ট্রেঞ্চের নিুতম পাদদেশের মৃত্তিকার মর্ত হতে দিগন্ত বিদারী অগ্নুৎপাতের লাভাসম শতধা বিপত্তি ছিন্ন করে মহুর্তে অসীম ত্বরণে আমার এই প্রেমাকাঙ্খি স্ফীত বক্ষে নিক্ষেপ করবেই। তোর ঐ অন্ধকার আচ্ছন্ন দিবালোক বিবর্জিত পহাড়ী অম্বরাশির গভীর নিনাদে উত্থাল টলমল বক্ষকে নীল রঙে রাঙিয়ে সিক্ত বসনহীন বিচিত্র শোভায় সম্ভূষিত প্রেমাধার দেবীমূর্তি বানিয়ে তোকে আমার দু’বাহু বন্ধনে শক্ত করডোরে অনন্ত কাল ধরে এই হৃদয় মন্দিরে আগলে রাখব। এর পর লেহনে লেহনে নবযৌবনদীপ্ত কৌমর্য্যরে রাজটীকা পরিয়ে তেজদীপ্ত প্রাণবন্ত করে তুলব। “রে অচেনা মোর মুষ্টি ছাড়াবি কী করে, যতক্ষণ চিনিনাই তোরে?” তোকে অসীম গগণের নীল রং বিধৃত নক্ষত্রের সমারোহ হতে অকৃত্রিম ভালবাসার নীলকান্তমণিপান্না দিয়ে সাতিশয় সমারোহে বরে প্রেমাবগাহনে পুণর্বার সিক্ত করে ঊষ্ণ হৃদের অতৃপ্ত ভালবাসার পরশে দেবীমূর্তি ঐ আপদমস্তক মনোহারিনী শিরোদেশসুশোভিনী মহারাণীর নবযৌবনদীপ্ত কৌমার্য্যরে প্রান্তে প্রান্তে নির্বাধ সিন্ধুর ছলছলছল ঊর্মিরাশির ধারায় কানায়কানায় পূর্ণ করে দিব। কেমন আছিস? নিশ্চয়ই পরীক্ষার দুশ্চিন্তায় রাতের পর রাত জেগে একটু ক্লান্ত শ্রান্ত আর বিরতী বিহীন পরিশ্রামে হাফিয়ে উঠেছিস। চেষ্টা করতে থাক দেখবি খোদা তোকে নিজের হাতে তোকে প্রতিদান দেবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.