আমাদের কথা খুঁজে নিন

   

খন্ডিত বিবেক!

শিরোনামহীন গতকাল আমার একজন শিক্ষক তার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আহ্বান জানিয়েছেন বৌদ্ধ ধর্মাবলম্বীদের সাথে সংহতি জানাতে শহীদ মিনারে মোমবাতি জ্বালানোর অনুষ্টানে যোগ দিতে। আমি উনার ফেসবুকে স্ট্যাটাসে জানতে চাইলাম গত জুলাইতে রোহিংগাদের উপর শান্তিপ্রিয় বলে খ্যাত বৌদ্ধরা যে আক্রমণ করল এবং ১০০০ হাজারের বেশি মানুষ মারল সে ব্যাপারে তো খুব একটা কাউকে বলতে দেখলামনা যারা এখন অনেক কথা বলছে। উত্তরে উনি আমাকেই এ ব্যাপারে নেতৃত্ব দিতে বলে দ্বায়িত্ব পালন করেছেন। পরে আমি বললাম যে আমরা এই অনুষ্ঠানে এই দুটো গোষ্ঠির বিরুদ্ধে সংগঠিত নিপীড়নের প্রতিবাদ করি, তাহলেইতো সবচেয়ে ভালো হয়। এরকম একটা অনুষ্ঠানে সব দল, মত, ধর্ম -এর মানুষের সমর্থন থাকবে। কিন্তু, এটার ব্যাপারে কোন কথা বলেননি স্যার। উল্টা একজন কমেন্ট করেছে যে বাংলাদেশের বাইরের কারো জন্য নাকি উনার "মোরাল অবলিগেশন" নাই। এখন আমি যদি বলি কোথাকার কোন জন্গলে কি হচ্ছে তার জন্যও আমার কোন "মোরাল অবলিগেশন" নাই? এ ধরণের লোকজন আসলে কি বোঝাতে চাচ্ছে? তাদের এইসব কর্মকান্ড কি শুধুই লোক দেখানো নয়? যদি প্রতিবাদ করতেই হয় তাহলে সব ধরণের অন্যায়েরই প্রতিবাদ করা উচিত, সেটা যেখানে, যাদের উপরই হোক না কেন!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.