আমাদের কথা খুঁজে নিন

   

অক্টোবরের আগে চূড়ান্ত আন্দোলন নয়: বিএনপি

ঈদের পরপরই চূড়ান্ত আন্দোলনে যাওয়ার কোনো পরিকল্পনা নেই প্রধান বিরোধী দল বিএনপির। আপাতত ধারাবাহিক রাজনৈতিক কর্মসূচির মধ্য দিয়ে কর্মীদের মনোবল চাঙা রাখার কৌশল নিয়েছে দলটি। বিএনপির শীর্ষ কয়েকজন নেতার সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে।  
বিএনপি নেতারা বলছেন, ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা বিএনপির আন্দোলন করার মত সাংগঠনিক শক্তি নেই বলে যে বক্তব্য দিয়েছেন, তা অবান্তর বলে মন্তব্য করেছেন। তাঁরা বলছেন, রাজপথে আন্দোলনে বিএনপি জনগণকে সাথে পাবে, এটি নিশ্চিত।

কিন্তু ঈদের পর তাঁরা বেশ কিছু বৈঠক করবেন এবং ভবিষ্যত্ কর্মপন্থা নির্ধারণ করবেন।  
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ প্রথম আলো ডট কমকে বলেন, ‘ঈদের পরপরই চূড়ান্ত আন্দোলনে যাচ্ছি—বিষয়টি তেমন না। কয়েকটি বৈঠক হবে, সেখানে আমরা ঠিক কীভাবে এগোবো, এ বিষয়ে সিদ্ধান্ত হবে। সামনে সংসদ অধিবেশন আছে। নির্বাচনকালীন সরকার ব্যবস্থায় কোনো পরিবর্তন আনতে হলে, এই অধিবেশনে উদ্যোগ নিতে হবে।

সে হিসেবে সংসদ অধিবেশন খুব গুরুত্বপূর্ণ। ’।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.