আমাদের কথা খুঁজে নিন

   

সরকার চলে ডালে ডালে....এলাকার নেতারা চলে পাতায় পাতায়

শিক্ষা যেখানে অসম্পূর্ণ, জ্ঞান যেখানে সীমাবদ্ধ, মুক্তি সেখানে অসম্ভব।
গল্প নয় সত্যি! নির্মম এবং নির্লজ্জ সত্যি! বীভৎস ছবিটার মতই শিরোণামটাও বিভৎস হতে পারত। কিংবা ছবিটা হতে পারত কোন অর্ধভুক্ত কৃষকের পেট কেটে হৃদপিণ্ড-যকৃত বের করে খাওয়া কিছু লোভী শকুনের। যে শকুনগুলো দেখতে অবিকল মানুষের মত। বছরের বিশেষ কিছু সময়ে গ্রামাঞ্চলে প্রচুর মৌসুমী বেকার দেখা যায়।

এরা বেশিরভাগই ভূমিহীন। মাইনে ভিত্তিতে অন্যের জমি চাষ করা কিংবা অন্য কৃষকদের বাড়িতে মজুরী দেয়াই এদের কাজ। এই মৌসুমী বেকারদের বেকারত্ব ঘোচাতে সরকার ৪০ দিনের কর্মসূচী নামক একটি 'কাজের বিনিময়ে টাকা' কর্মসূচী হাতে নিয়েছিল। কয়েক মাস পূর্বে এর প্রথম পর্যায় শেষ হয়ে গিয়েছিল। বর্তমানে ২য় পর্যায় চলছে।

১ম পর্যায়ে প্রত্যেকটা ইউনিয়নের জন্য একটা করে ব্যাংক হিসাব খোলা হয়েছিল। হিসাব পরিচালনাকারী হিসেবে একজন সরকারী কর্মকর্তা ও একজন এলাকার মান্য ব্যক্তি ছিল। অনেক সরকারী কর্মকর্তার সদিচ্ছা থাকলেও গতবারে সরকারের দেয়া টাকার বেশিরভাগই হাতিয়ে নিয়েছিল ঐসব এলাকার নেতা-পাতিনেতারা। কিছু সত্যিকারের শ্রমিক দিয়ে কাজ করিয়ে বাকিটা তারা ইচ্ছামাফিক শ্রমিক দেখিয়ে নিজেদের লোকদের মধ্যেই টাকা ভাগ-বাটোয়ারা করেছে। এবারে সরকার তাই সিদ্ধান্ত নিয়েছে শ্রমিকের নামে হিসাব খোলা হবে এবং শ্রমিক নিজে ব্যাংকে গিয়ে টাকা তুলবে।

হয়েছেও তাই। কিন্তু তাতে কি এইসব নেতাদের টাকা হাতরানো বন্ধ করা গিয়েছে? মোটেই না। বরং এবার তারা এই প্রশান্তি পাচ্ছে যে তাদের টাকাটা হালাল(!?) পথে আসছে। এবারও তারা ইচ্ছামত নিজেদের লোক দিয়ে হিসাব খুলিয়ে নিয়েছে। কেবলমাত্র টাকাটা তোলার সময়ই এদের দেখা যায়।

মাঠে মাটি কাটার সময় দেখা যায় না। এরা টাকাটা তুলে নিয়ে তাদের প্রিয় নেতার হাতে দেন, নেতা তাকে কিছু দিয়ে সন্তুষ্ট করেন। ব্যাস। তুমিও খুশী, আমিও খুশী। দ্বিতীয়ত, আরো দেখা যাচ্ছে যে, অনেক অনেক পরিবারের ৪-৫ জন শ্রমিক দেখানো হয়েছে।

যেখানে একটি ইউনিয়নে মোট শ্রমিক নেয়া হবে ১২৯ জন। সত্যিকারের শ্রমিকরা থেকে যাচ্ছে উপেক্ষিত। সরকারের নেয়া কর্মসূচীর ফলাফলও তথৈঃবচ। সর্বোপরি এতে সত্যিকারের শ্রমিকদের মধ্যেও দেখা দিয়েছে হতাশা এবং তাদের মধ্যেও প্রবেশ করছে অনৈতিকতার বীজ। আজ এক সত্যিকারের মহিলা শ্রমিককে বলতে শুনলাম, "মাডি কাডনের সোমায় য্যাগো দ্যাহা নাই হেরা এহেকজনে টাহা লইয়া বাড়তে গ্যাছে, আর মোরা এহনো এহিনে লাইন ধইরা খাড়াইয়া আছি।

কাইল হইতে মুইও ১০ টায় যামু আর দুপারের মধ্যে আইয়া পরমু। দেখমু কেডা কি কয়?" আসলে মহিলা শ্রমিকটা খুব বোকা। সে জানে না যে সে যদি ১০টায় গিয়ে ১ টায় চলে আসে তাহলে তার নামটা কেটে ওখানে পছন্দের তালিকা থেকে আরেকটি নাম ঢুকবে। সে এতই বোকা যে সে জানে না এটাই এদেশের নিয়ম।
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.