আমাদের কথা খুঁজে নিন

   

মানব সমাজ থেকে নাম কেটে পশুদের সাথে সহাবস্থান করো

Ñ(শাফিক আফতাব)Ñ তোমাদের শিকারের কাহিনী মাংস ভক্ষণের কাহিনী শুনলে আফসোস হয় ; মনে হয় জন্মটাই বৃথা গেলো ; তোমরা কত জায়গায় যায় ! ডজন ডজন প্রেম করে, অজস্র নারীর সাথে মিলিত হয়, ফুলপরী মেয়েদের রাত সাথে কাটাও , উপবিষ্ট হয় মঞ্চে ; কত ভালো থাকো তোমরা। খাও উপাদেয় সুষোম খাদ্য, সারারাত বাজায় বাদ্য, মাংনা উপগত হও , কিংবা এক দুই পয়সায় ? কিংবা ঘুষ আর উৎকোচের টাকায় কত আরাম পাও তোমরা, কত আয়েশে থাকো, আমরা শুধু সারাজীবন এক নারীর হাতের পাক খেয়ে রুগ্ন হই ; আমাদের শরীরের ডাক্তারী পরীক্ষা নেই আমি জীর্ণ শীর্ণ বেঁচে থাকি। আমরা পাঁচতারা হোটেল চিনিনা চিনিনা চাইনিজ রেঁস্তরা। তোমরা মাংস খাও ; গরু ছাগলের মাংস ; হরিণীর মাংস, নারীর দেহের সুগন্ধি মাংস নাক ঘষো, মুখ ঘষো সকালের হাঁসের মতোন বদ্ধপুকুরের জলে গুলি ফোটাও প্রকৃতির মতোন অবাধ আর উদার হও মানব সমাজ থেকে নাম কেটে পশুদের সাথে সহাবস্থান করো। ২৪.০২.২০১৩

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।