আমাদের কথা খুঁজে নিন

   

আমার জীবনের ভৌতিক ঘটনা!

C:\Users\asusmobile\Desktop\FF.jpg

আজকে আপনাদের সাথে আমার জীবনের একটা অভিজ্ঞতা শেয়ার করব। আশা করি ভালো লাগবে পড়ে। এটা একটি সত্য ঘটনা, এখানে কিছুই বানিয়ে লেখা হয় নাই। আমি পড়াশোনা করা মানুষ, তাই ঝাড়-ফুকে কখনই বিশ্বাস করতাম না। কিন্তু সেদিনের ঐ রাতের পর এখন গলায় তাবিজ বাধতেও অসুবিধা নেই।

এটা প্রায় এক বছর আগের কথা। সেবার মনে হয় শীতটা একটু বেশী পড়েছিল। বাসা কেমন যেন ঠান্ডা-ঠান্ডা থাকে সবসময়। ভালোই লাগে, গরমের হাত থেকে মুক্তি পেয়ে। এটা ভাবলেও আবার খারাপ লাগে যে এই আবহাওয়া অল্প কিছুদিনের জন্য।

আমি রুমের দরজা বন্ধ না করে ঘুমাতে পারি না। এমন কি জেগে থাকা অবস্থাতেও প্রায়ই দরজা বন্ধ থাকে। এবং আমার রুমে কেউ যেন হুট-হাট ঢুকে না পড়ে, সেদিকেও কড়া নির্দেশ আছে। সারাদিন ঘুরাঘুরি করে টায়ার্ড ছিলাম অনেক। তাও ১২টার বেশী হয়ত বেজে গেছিল।

রাতে আমার রুমে এসে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছি। লাইট অফ করে বিছানায় মোড়ামুড়ি করতে করতে কুইল্টের নিচে ঘুম ঘুম ভাবে আছি। কাছেই কোথায় যেন একটা টং টং শব্দ হচ্ছিল, যেটা আমাকে আরো ঘুম পাড়িয়ে দিচ্ছিল। বুঝতে পারছিলাম যে, আমি ঘুমিয়ে যাচ্ছি। হঠাৎ একটা চিন্তায় আমার ঘুম দৌড়ে পালালো।

এই যে আমি টং টং শব্দ শুনছি, এই শব্দ তো হবার কথা নয়। আমার পাশে সব বাড়ী, এত রাতে রডের টং টং শব্দ কেন হবে? জানালা দিয়ে বাইরে উকি উকি দিলাম, আর যা দেখলাম, তাতে আমার বুকের সমস্ত.....চিন্তা দূর হলো। পাশের বাড়ীতে মেরামত হচ্ছে, তারই কোন টিন হয়ত বাতাসে নড়ে এই শব্দ করছে। যাক এরপর শুরু হলো আসল মজা। মশার জালায় মশারীর নিচে আমি অঘোর ঘুমে আচ্ছন্ন।

বলে রাখা ভালো, আমার আবার ঘুম দিলে হুস থাকে না। তো গভীর রাতে ঘুমের মাঝেই হঠাৎ শুনি আবার আওয়াজ। এবার আর টং টং না, রীতিমত দুম দুম শব্দ। তারপর আমার রুমের দরজাটা আপনা-আপনি খুলে গেল। আমি চোখ খুলে যে দৃশ্য দেখলাম তা কখনো ভুলতে পারবো না।

দেখি মশারীর বাইরে থেকে দুইটা হাত একটা কর্কশ কন্ঠে আমার নাম ডাকতে ডাকতে আমার দিকে আগায় আসতেছে। আমার জানের পানি শুকায় গেল ইনস্ট্যান্ট। আমি দিলাম চিৎকার!!! আমার চিৎকারে ততক্ষনে বাসার সব বাতি জলে উঠছে। আব্বু এসে দেখে আমার মা আমারে ধরে কান্নাকাটি করতেছে। আর আমি বোকার মতো "এইটা কি হইল" ভাব নিয়ে বসে আছি।

শেষ পর্যন্ত বোঝা গেল, আমার মা রাতে একটা দুঃস্বপ্ন দেখে আমার কাছে এসেছিল। এসে অনেক্ষন ডেকেছে, কিন্তু আমি উঠি নাই, পড়ে দরজাতেও ধাক্কা দিয়েছে দুই-একবার, তাও যখন উঠি না, তখন সে ঘরে ঢুকে পড়ে। অন্ধকারে বুঝে নাই যে মশারী টাঙ্গানো, ওর মধ্যেই আমাকে উঠাতে যায়, তার ঠান্ডায় গলা ভাঙ্গা, আর আমিও তো কি দেখছি সেটা তো বললামই । এরপর থেকে তাবিজ পড়তে ইচ্ছা হয়, যাতে ঘুমটা আর একটু পাতলা হয়।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.