আমাদের কথা খুঁজে নিন

   

রাস্তায় পানি ছিটানোর বিল !

হৃদয়ের কথা সূর্যের মত যদি না বলিস ডুবে যাবে সন্ধার জলে...

চলার পথে কত ধরনের ঘটনাই না ঘটে, হাস্যকর বিরক্তিকর ভয়ঙ্কর- তবে এই ঈদে বাড়ি যাওয়ার পথে সাক্ষ্য হলাম ভিন্ন একটি ঘটনার আমি আমার ছোট ভাই আমাদের মামা মামী এবং দুই পি্চ্চি মামাত ভাই রওনা হলাম ঢাকা থেকে কুমিল্লার বুড়িচং এর উদ্দেশ্যে, বাস পাওয়ার ঝক্কি জামেলা এড়াতে রেন্ট মাইক্রোবাসে ভোর ৫টায় রওনা হলাম, আমি ড্রাইভার এর পাশের সিট-এ বসলাম, তো- আমাদের গাড়ি যখন কুমিল্লা পৌছাল তখন বেলা ১১.৩০মিঃ, আমরা কুমিল্লা শাসনগাছা দিয়ে জ্যামে পরা এবং রাস্তার দূরত্ব কমানোর জন্য ড্রাইভার এর কথামত শহরের মুড়া পাড়া আকাঁ বাকাঁ পথ দিয়ে আমাদের গাড়ি চলল, কিছুটা পথ যাওয়ার পর দূর থেকে সামনে লক্ষ করলাম রাস্তার সিএনজি এবং গাড়িগুলো ফাকাঁ রাস্তায় থেমে যাচ্ছে, তো আমদের গাড়ি ঐ যায়গাটিতে যাওয়া মাত্রই চলতি গাড়ির সামনে এসে দুইজন মধ্য বয়সি সুঠাম দেহের যুবক গাড়িটিকে থামাল, এক জনের হাতে ছোট্ট একটি পানির বালতি সে আমাদের গাড়িটির সামনে ২/৩ হাত রাস্তার মধ্যে পানি ছিটিয়ে অন্য একটি সি এনজি কে থামাল, আর অন্য যুবকটি আমাদের ড্রাইভার এর কাছে আসল এসে আমাদের গাড়ির ড্রাইভারকে বলল ১০০ টাকা দে, ড্রাইভার বলল কেন- যুবকটি বলল রাস্তায় পানি দিতাছি পানি ছিটানোর বিল, অমিতো লোকটির কথা শুনে থ' হয়ে গেলাম, আমাদের গাড়ির সবাই আমার মতই থ', ড্রাইভার লোকটিকে বলল এইটা কেমন কথা রাস্তায় পানি দিয়া ১০০টাকা নিবেন! আপনাকেকি আমি বলছি আমি গাড়ি নিয়া আসতাছি আপনি পানি দেন? লোকটি বলল আমাকে রাগাইসনা- তুই পারলে টাকা না দিয়া আকাশ দিয়া গাড়ি লইয়া যা, আমি কিছু বলতে যাব লোকটি আমাদের গাড়ির সামনে থেকে সরে গিয়ে আরেকটি গাড়ির থামিয়ে অনুরূপ করতে লগল, আমি পাশে সিএনজি ড্রাইভার এর চেচামেচি শুনতছি সিএনজি ড্রাইভার টি বলতেছে ভাই সারাদিনে কয় টাকা কামাই আপনারা এইরকম করলে আমরা বাচ্চা কাচ্চা নিয়ে বাচঁমু কেমনে যাই হোক ইতি মধ্যে অনেক ক্যাচাল করে কিছু গাড়ি সিএনজি রাস্তাতায় পানি ছিটানোর বিল পরিশোধ করে চলে যাচ্ছে, আবার অন্য গাড়ি আসলেই থামিয়ে দিচ্ছে এভাবেই চলছে, আমদের গাড়িটি দাড়িয়ে আছে, ড্রাইভার কে বললাম আপনি যান, সে বলল না ভাই এরা যামেলা করবে এই এলাকাটা ভালনা, যাই হোক লোকটি আসল বলল তারাতারি কর এত সময় নাই কেচাল করার- না হয় রাস্তা থেইক্কা গাড়ি সড়া, আমার মেজাজতে ১০০ডিগ্রি চিৎকার করে লোকটাকে অই মিয়া কি হইছে- মঘের মুল্লুক পাইছেন নাকি সমস্যা কি আপনাদের! রাস্তাতয় কি টাকা পরে আছে যে আপনারা পানি ছিটাইবেন আর আমরা টাকা কূড়াইয়া আপনাদেরকে দিব, লোকটি আমার দিকে রক্ত চোখে তাকিয়ে তার কোমড়ে হাত দিয়ে কিছু আছে বুঝাইতে চইল, আমি গাড়ি থেকে নামতে চইলাম ড্রাইভার আমকে টেনে ধরে বলল ভাই ঝামেলা করব নাইমেন না আপনার সাথে ফ্যামিলি আছে আমি টাকা দিয়ে দিচ্ছি, অমি বললাম ড্রাইভারকে ১০০টাকাত বড় কথা নয় এরা কাজটা করতেছে কি, ড্রাইভার বলল কি করবেন ভাই এরা ঝামেলা করব, আমি বললাম গাড়ি ঘোরান পেছনে ঘোরে যান সে বলল লাভ নাই গাড়ির পিছনেও এক কুস পানি ছিটাইছে, আমার আর কিছু করা এবং বলার ভাষা যেন হারিয়ে গেছে, লোকটি আবার আসতেই ড্রাইভার ১০০টাকা পকেট থেকে বের করে দিয়ে গাড়ি টান দিল, আমি সামনে তাকিয়ে থাকলাম, ঘৃনায় থু' ফেলতেও যেন আমার বিবেকে বাধা দিচ্ছে গাড়িতে সবাই চুপ করে আছে কিছুক্ষন পর নিরবতা ভেঙ্গে পিচ্চি মামত ভাই জিজ্ঞেস করল আমাকে- ভাইয়া, উনারা কিসের টাকা নিল? আমি বললাম রাস্স্তায় পানি ছিটানোর বিল সে বলল রাস্তায় পানি ছিটাইলেকি টাকা দিতে হয়? আমি নতুন প্রজন্মকে এ প্রশ্নটির উত্তর দিতে পারিনি শুধু মনে মনে নিজেকে দিয়েছি গালি

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.