আমাদের কথা খুঁজে নিন

   

এশিয়ান গেমসে বাংলাদেশের অসাধারন পদক 'চুরির দায়ে পুরো দলকে জরিমানা'।

পাওয়ার অব পিপল স্ট্রংগার দেন দি পিপল ইন পাওয়ার। http://mhcairo.blogspot.com/

এশিয়ান গেমস শেষের পথে। কেলকুলেটরে হিসেব চলছে কে কত পদক পেলো, কারণ পদকের সংখা নেহায়েত কম নয়। চিন একাই পেয়েছে ২৩৬ টি পদক। কোরিয়া পেয়েছে ১২৯ টি, জাপান পেয়েছে ১২৬ টি/৩য়।

সে ক্ষেত্রে বাংলাদেশের পাওনা খারাপ কি ১ টি মেডেল, তাও আবার রুপার। ১ কে ঘৃনা করার কিচুই নেই, কারণ ১ এর পরে তিনটি মুল্যহিন শুন্য দিলেই এখাজার মানে বাংলাদেশ ফাস্টু। কিন্তু বাংলাদেশ পুরো দল মিলে এমন এক মেডেল পেয়েছে যা এশিয়ার বাকি সব দল মিলেও অর্জন করতে পারে নি। তাই সবার উচিৎ এয়ারপোর্টে গিয়ে তাদের সম্ভাষন জানানো। কি সেই অমুল্য পদক? চিন্তা না করেই হয়ত ধরে নিয়েছেন কিছু একটা ঘটেছে।

কারণ এত গুলো বাংগালী ১ সাথে বিদেশে যাবে আর অঘটন ঘটবে না, তা কি করে সম্ভব। তাই ভেবে থাকলে বরাবরের মত এবারও ভুল ভাবেন নি। এবার চুরির দায়ে পুরো বাংলাদেশ দলকে গুনতে হয়েছে জরিমানা, বিশ্বাস হয় না?? তাহলে Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.