আমাদের কথা খুঁজে নিন

   

বাচ্চা ভয়ংকর, কাচ্চা ভয়ংকর ১২



সবার জন্যে পবিত্র ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক!! (২২) -আসসালামুআলাইকুম...ওয়ালাইকুমসালাম (আসলে পুরোপুরি এভাবে বলতে পারে না, কিন্তু তাতে অর্থ বিকৃত হয় বলে পূর্ণটাই এখানে দিলাম) -ওয়ালাইকুম সালাম। -ফুপি তুমি কোথায়? -এই যে আব্বু, আমাদের বাসায়। -এখানে আসো না কেন? আমাদের গরু আছে। মামা গরু নিয়ে আসছে।

-আমাদের এখানেও গরু আছে। -তোমাদের গরুর লেজ আছে? -হ্যা আছে। -কয়টা লেজ আছে? -১টা। তোমার গরুর কয়টা লেজ? -তোমাদের গরুর কয়টা পা? -৪টা। তোমার গরুর কয়টা পা? -অনেকগুলা পা।

আমার গরু রাগ করেছে। -কেন? -গরুর খাবারে লবন দেয় নাই। খাবার মজা হয় নাই। গরু ধাক্কা দিয়ে খাবার ফেলে দিয়েছে। (গরুর পায়ের আঘাতে খেতে দেওয়া মাড় পড়ে গিয়েছিলো।

) -তুমি গরু আদর করেছো? -না। আমি গরু ভয় পাই। তুমি আসো গরু আদর করবা। -আচ্ছা আসবো। (উপরেরটা আমার ৩ বছরের ছেলের সাথে গতকাল রাতে তার ফুপুর কথোপকথন ।

) আজ গরু কোরবানী দেওয়ার সময় সে সামনেই ছিলো তার অন্য ৭/৮টা সমবয়সী কাজিনের সাথে। কোরবানীল পরে যখন চামড়া ছাড়ানো শুরু হলো একটু দেখেই সে দৌড়ে গেলো মায়ের কাছে। -আম্মু! আম্মু! সবাই গরুটাকে ব্যাথা দিচ্ছে। ছুরি দিয়ে শরীর কাটতেছে। এখনো সে তার আম্মুর সাথেই আছে।

আর একটু পরপর উকি মেরে গরুকাটা কার্যক্রম দেখছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.