আমাদের কথা খুঁজে নিন

   

ইরাকে গাড়িবোমায় নিহত ৫০

শনিবার কয়েকটি বাজার এবং কেনাকাটার ব্যস্ত রাস্তায় দফায় দফায় ৯ টি বোমা হামলা হয়েছে বলে জানা গেছে পুলিশ ও হাসপাতাল সূত্রে। মঙ্গলবার বাগদাদে সংঘটিত বোমা হামলার সঙ্গে এ হামলার মিল রয়েছে। ওইদিনের হামলায় নিহত হয় ৫০ জন। শনিবার বাগদাদের দক্ষিণ-পূর্ব জিসার দিয়ালা শহরতলীতে সন্ধ্যায় ওই গাড়িবোমা হামলায় নিহত হয় ৭ জন এবং আহত হয় ২০ জন। বাগদাদের ১৭০ কিলোমিটার উত্তরে তুজ খুরমাতো শহরের ব্যস্ত রাস্তায় আত্মঘাতী গাড়িবোমা হামলায় নিহত হয় অন্তত ১০ জন এবং আহত হয় ৪৫ জন।

নগরীর এরকম ভিন্ন ভিন্ন অন্তত ৭ টি এলাকায় বোমা হামলা হয়েছে বলে জানিয়েছে বিবিসি। রামজান মাসের শুরু থেকেই ইরাকে বোমা হামলা বেড়েছে। জুলাইয়ে হামলায় নিহত হয়েছে ১ হাজারেরও বেশি মানুষ। জাতিসংঘের হিসাবমতে, ইরাকে ২০০৮ সালের পর এক মাসে নিহতের সংখ্যা এটিই সর্বোচ্চ। আর সারা বছরে এ ধরনের বোমা হামলায় ইরাকে নিহতের সংখ্যা ৪ হাজার ছাড়িয়ে গেছে।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।