আমাদের কথা খুঁজে নিন

   

ইরাকে বোমা হামলায় নিহত ৭০

ইরাকের রাজধানী বাগদাদসহ বিভিন্ন শহরে গতকাল সোমবার একের পর এক বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭০ জনে পৌঁছেছে। আহত হয়েছে দুই শতাধিক। পুলিশ ও স্বাস্থ্যকর্মীরা এই তথ্য জানিয়েছেন।
কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসির অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বাগদাদের শিয়া-অধ্যুষিত এলাকাগুলোর বাসস্টেশন ও বিপণিবিতানের বাইরে বোমা হামলা চালানো হয়। এতে অন্তত ২০ জন নিহত হয়।


বাগদাদ থেকে ৪২০ কিলোমিটার দূরে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর বসরায় দুটি পৃথক গাড়িবোমা হামলা চালানো হয়। প্রথমটি হানানিয়ার পাশে একটি ব্যস্ততম বাজার ও রেস্তোরাঁর কাছে এবং দ্বিতীয়টি সাদ মোড়ের একটি বাস টার্মিনালের ভেতরে চালানো হয়। এতে ১১ জন নিহত হয়। এ ছাড়া বোমা হামলা হয়েছে সামারা, বসরা ও হিল্লায়।
গতকালের হামলার দায় কেউ স্বীকার করেনি।

ইরাকের নিরাপত্তা কৌশলে শিগগিরই পরিবর্তন আনার কথা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নুরি আল মালিকি।
শিয়া-অধ্যুষিত বসরানগর তুলনামূলকভাবে অনেকটা শান্ত ছিল। কিন্তু সাম্প্রতিক মাসগুলোতে সেখানেও সহিংসতা বেড়েছে। ।

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।