আমাদের কথা খুঁজে নিন

   

ইরাকে সহিংসতায় নিহত ৭৩

ইরাকের রাজধানী বাগদাদসহ বিভিন্ন স্থানে হামলায় অন্তত ৭৩ জন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে শনিবার বাগদাদের আদহামিয়া জেলায় শিয়া পূণ্যার্থীদের ওপর চালানো বোমা হামলায় ৫১ জন নিহত ও শতাধিক মানুষ আহত হন।

এদিকে শিয়াদের শহর বলে পরিচিত বালাদে একটি ক্যাফেতে আত্মঘাতী হামলায় ১২ জন নিহত হন। মসুলে এক অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে নিহত হন দুই সাংবাদিক।

অন্যদিকে বাগদাদের পাশের শহর বায়াতে পৃথক এক বোমা হামলায় মারা যান আরো ২ জন ও আহত হন ১০ জন।

এছাড়া আরও কয়েকটি পৃথক সহিংস ঘটনায় প্রাণ হারান ৬ জন।

ঠিক কারা এই হামলা চালিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে পুলিশ আল কায়েদার সমর্থনপুষ্ট কয়েকটি সুন্নি সংগঠনকে সন্দেহ করছে।

উল্লেখ্য, গত মাসেই দেশটিতে বিভিন্ন সহিংসতা ও বোমা হামলায় কমপক্ষে ১ হাজার মানুষ প্রাণ হারান। গত এপ্রিলে সরকার বিরোধী সুন্নি আরবদের ক্যাম্পে সেনা অভিযানের পর থেকেই এই সহিংসতা বেড়ে চলেছে।

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।