আমাদের কথা খুঁজে নিন

   

ইরাকে ফের সহিংসতা, যুক্তরাষ্ট্রের নিন্দা

রোববার বন্দুকধারীরা রাজধানী বাগদাদের ৬০ কিলোমিটার উত্তপূর্বে বুহরিজ শহরে সুন্নি মিলিশিয়াদের একটি চেকপয়েন্টে গুলি চালায়। এতে ২ জন নিহত এবং ২ জন আহত হয়। আরো উত্তরের বালাদ শহরের একটি ব্যস্ত পার্কে বন্দুকধারীদের গুলিতে ২ জন নিহত এবং ৩ জন আহত হয় বলে জানিয়েছে পুলিশ। অন্যদিকে, বাগদাদের ৬০ কিলোমিটার দক্ষিণে মাহাওয়িল শহরে রাস্তার ধারে পেতে রাখা বোমা বিস্ফোরণে নিহত হয় সন্ত্রাস-বিরোধী স্কোয়াডের তিন কর্মকর্তা। আহত হয় ৯ জন।

এর আগে শনিবার বাগদাদের শিয়া এলাকাগুলোতে বিভিন্ন বাজার, রেস্তোঁরা, ক্যাফে এবং কেনাকাটার ব্যস্ত রাস্তায় দফায় দফায় বোমা হামলা হয়। এসব হামলায় প্রায় ৮০ জনের মৃত্যুর কড়া নিন্দা জানিয়ে যুক্তরাষ্ট্র একে ‘কাপুরুষোচিত হামলা’ আখ্যা দিয়েছে। নিন্দা বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রণালয় বলেছে, “ঈদের মৌসুমে যারা সাধারণ মানুষের ওপর হামলা করেছে তারা ইসলামের শক্রু। আর একইসঙ্গে যুক্তরাষ্ট্র, ইরাক এবং অান্তর্জাতিক সম্প্রদায়েরও শত্রু”। আল কায়েদাকে মোকাবেলায় যুক্তরাষ্ট্র ইরাক সরকারের সঙ্গে কাজ করে যাবে এবং বিষয়টি নিয়ে আগামী সপ্তাহে ওয়াশিংটন সফরে যাওয়া ইরাকি পররাষ্ট্রমন্ত্রী হোশিয়ার জেবারির সঙ্গে আলোচনাও করবে বলে জানায় মন্ত্রণালয়।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।