আমাদের কথা খুঁজে নিন

   

ইরাকে বোমা হামলায় নিহত ৩৮

ইরাকের রাজধানী বাগদাদ ও বাকুবা শহরে হামলায় কমপক্ষে ৩৮ জন নিহত হয়েছেন। বুধবার সিরিজ বোমা হামলায় এই নিহতের ঘটনা ঘটে।

বিবিসি অনলাইন দেশটির সরকারি কর্মকর্তা ও পুলিশের বরাত দিয়ে এ খবর নিশ্চিত করেছে।

নিহতদের মধ্যে বাকুবা শহরে সরকার সমর্থক একজন সুন্নির অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান লক্ষ্য করে আত্মঘাতী হামলায় ১৬ জন নিহত হয়।

অন্যদিকে বাগদাদে হামলায় নিহত হয় আরো ২২ জন।

বোমা হামলার জন্য হামলাকারীরা সাতটি গাড়ি ব্যবহার করে।

সাম্প্রতি ইরাকে সাম্প্রদায়িক হামলার ঘটনা বৃদ্ধি পেয়েছে। এ ব্যাপারে জাতিসংঘ বলছে, বিভিন্ন হামলায় গেল বছর ৭ হাজার ৮১৮ জন বেসামরিক মানুষ নিহত হয়। এছাড়া আরও ১ হাজার ৫০ জন নিরাপত্তা কর্মী নিহত হয়। শুধু ডিসেম্বরেই কমপক্ষে ৭৫৯ জন নিহত হয়েছেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।