আমাদের কথা খুঁজে নিন

   

শুধুই লাঠিয়াল বাহিনীর ভুমিকই পালন



উপমহাদেশে জমিদারদের অধীনে সকল ভুমি ছিলো। এবং সময়ের পরিবর্তনে বিভিন্ন এলাকার জমিদারা বিভিন্ন মানুষকে জমি দান করেছেন। আজ সেই জমি সাধারন মানুষের কাছে বাকী জমি পালিয়ে যাওয়া হিন্দু জমিদাদের যা ক্ষমতায় বসে থাকা সরকারের হয়ে যায়। তারাই নিয়ন্ত্রন করেন কে ভুমিহীনএবং একজন ভুমিহীনকে খাঁস জমি দেওয়া হয়। কিন্তু বাস্তবে কোন ভুমিহীন মানুষ কোন ভুমি পায়না।

এটা একটা কথার কথা। সবাই যদি অস্ত্র হাতে নিয়ে বসে থাকে আপনিও একদিন অস্ত্র হাতে নিবেন । যাই বলিনা কেন আমরা আবেশিত সমাজে বাস করি। ভালো করিনা তবে কাউকে ভালো কিছু করার জন্য আমরা উপদেশ দেই। সভা সমাবেশ এ পৃথিবীর বিখ্যাত মানুষের কথা বলি তারা কি করেনাই কেন পেরেছিল।

সেই সময় একজন মনোযোগী মানুষ সেই মানুষটিই হয়ে যায় তার পর আবার পুর্বের মানুষই থাকে। এক দন্ড লোহা একটা চুম্বকে কিছু সময় রেখে দিলে চুম্বক হয় আবার কিছু সময় পর লোহা হয়েই থাকতে হয়। যাহোক সবাই যেহেতু কোন না কোন সুত্রে জমি পেয়েছে এবং মালিক হয়েছে খাজঁনা দিচ্ছে এবং সরকার ট্যাক্স পাচ্ছে, তাই মনে হয়না কাউকে উচ্ছেদ করার প্রয়োজন ছিলো। বি.ডি.আর ভিকটিম পরিবারদের আবাসন প্রকল্প করবে কারন ওরা ভিকটিম ওখানে যখন বসবাস করবে তখন ওরাও তো বেসামরিক লোক হবে। তাহলে বেগম খালেদা জিয়ার দোষ কোথায়? দান নেওয়া - দেওয়া অপরাধ হয় এবং ফেরৎ দেওয়ার সিস্টেম থাকে তাহলে ইতিহাসের পাতা বের করে যারা আসল মালিক তাদেকে সেই সমস্ত জমি ফেরৎ দেওয়া হোক।

বি.ডি.আর ভিকটিম যারা সবাই শহীদ হয়েছে আর মেজর জেনারেল সাবেক সেনাপ্রধান এবং পরবর্তীতে প্রেসিডেন্ট , একজন মুক্তিযোদ্ধা, যারা পাকিস্থানের সেনাবাহিনীর ল ভায়লোট করে সুইসাইড পথ বেছে নিয়ে সাধারন বাঙ্গালীর সাথে হয়ে যুদ্ধ করেছে, বাঙ্গালী সেনাদের সঠিক পথে আসার জন্য বঙ্গবন্ধুর আহ্বানে স্বাধীনতার ঘোষনা করেছে তার স্ত্রীর বাড়ী দখল নিয়ে সেনাবাহিনী শুধুই লাঠিয়াল বাহিনীর ভুমিকই পালন করল আমার মনে হয়। সেনাবাহিনী কোন দলের নয় তারা দেশের আইন রক্ষক, শত্রু মোকাবেলা করবে। তা না হয়ে সেনাবাহিনী বার বার নিজেদের কলঙ্ক এর ছাপ দিচ্ছে। স্বাধীনতার পর থেকে আজ অবদি কোন পরিবর্তন নেই তাহলে কে পরিবর্তন হবে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।