আমাদের কথা খুঁজে নিন

   

জানের নিরাপত্তা : খোদার চেয়ে মায়ের দরদ বেশি

আমাদের মুখাবয়ব অসুন্দর কারণ বিকৃতির প্রতি ঘৃণা মানুষকে কুশ্রী করে দেয়

আমি জীবনে অনেক মাকে বলতে শুনেছি যে, তারা সন্তানকে মসজিদে পাঠাতে ভয় পান ছেলে খারাপ ছেলেদের সাথে মিশে খারাপ হয়ে যাবে এই ভেবে। কারণ হল তারা সর্বান্তকরণে চান ছেলেটা মানুষের মত মানুষ হোক। আর তাই ছেলেকে আগুনের মধ্যে ঠেলে দিতে কুন্ঠা বোধ করেন না। এর নাম মাতৃস্নেহ। এর নাম ভালবাসা।

পৃথিবীতে সত্যিকারের ভালবাসার অস্তিত্ব যদি থেকে থাকে, তা হল একমাত্র আল্লাহর জন্য পরস্পরকে ভালবাসা। সেটাই প্রকৃত ভালবাসা। তাছাড়া সব ভালবাসা অন্ধ আর ধ্বংসাত্বক। আজকে আমাকে মাগরিব ও এশার নামায জামাতে পড়তে নিষেধ করেছেন আমার মা। আজকে নাকি খালেদা জিয়ার বাড়ি নিয়ে বিক্ষোভের অংশ হিসেবে ক্যান্টনমেন্ট হতে ১০০ কিমি দূরে এক জেলা শহরে আমার উপর হামলা হতে পারে।

সে হামলায় আমি যাতে আহত না হই, তার জন্য আমার মায়ের দুশ্চিন্তা দেখে আমি আপ্লুত। কেননা ততোধিক দুশ্চিন্তা তো আমার পরকালে সফলকাম হওয়ার ব্যাপারে তার মনে আাম কখনও দেখিনি। ভাল কথা। নাই গেলাম না হয় মসজিদে। আল্লাহর আদেশের চেয়ে মায়ের হুকুম এই সমাজে বড় কিনা।

সব শালা ঐ কবিগুরুর দোষ। মায়ের আঁচল ধরে ঝুললেই একমাত্র মুক্তি মেলা সম্ভব। এভাবেই তো বাঙালিরা মানুষ হয়েছে। খোদার কসম খাইয়া বলিতে পারি, আমার পিতা ব্যতীত আমার পরিবারের কোন সদস্য আমাকে নামায পড়তে বা জান্নাতের পথ দেখাতে কখনও উৎসাহিত করেনি। যদিও আমাদের পরিবারের সবাই ৫ ওয়াক্ত নামায পড়ে।

আজেক আমি যে আল্লাহর পথে আছি , তার জন্য যদি কেউ ধন্যবাদ পাওয়ার যোগ্য হয় তাহলে খোদার পরে সর্বপ্রথমে নাম আসবে আমার পিতার। তার অনেক পরে নাম আসবে আমাকে যিনি আরবি শিখিয়েছিলেন ,তারপরে আমার দাদী ইত্যাদি। আর কেউ নন। আর কারো নাম মুখেও আনতে চাইনা। আর নাম মনে পড়ছেনা।

মাতৃস্নেহে আক্রান্ত বঙ্গবাসী জাহান্নামে যাচ্ছে। রক্ষা কর মাওলা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.