আমাদের কথা খুঁজে নিন

   

আমার জানের টুকরাগুলি...পর্ব - ২

পথ বাঁধতে চেয়েছিল বন্ধনহীন গ্রন্থি...
ইনি আমার জান নাম্বার দুই...আমার মেঝ মামার ছোট মেয়ে...নাম রিয়ানা... পিচ্চিটা থাকে অস্ট্রেলিয়ায়, পার্থে...এখন পর্যন্ত একবারই ঢাকায় আসছিল গত বছর...মাত্র দুমাসের জন্য, কিন্তু দুইমাসেই সবার মাথা নষ্ট করে দিয়ে গেছে... এই পিচ্চি মাশাল্লাহ মহান...ওর নিজের রুম আছে যেটা গুছানোর দায়ীত্ব ওরই...ঢাকায় আসার সময়ও ওর একটা ছোট্ট বার্বি সুটকেস আছে সেটা নিজে প্যাক করে নিয়ে আসছিল...[অবশ্য মামীর কথামতই...তাওতো নিজে...৪ বছর বয়েসে আমিতো একটা বদের হাড়ি, আকাজের কাজি ছিলাম...] ও জন্ম থেকে পার্থেই আছে কিন্তু পরিস্কার বাংলা বলে...কিন্তু আমরা অস্ট্রেলিয়ান ইংরেজী শুনার জন্য...মামারা উঠেছিল আমাদের বাসায়, ভার্সিটি থেকে এসে আমার প্রথম কাজ ছিল ওর সাথে গল্প, আমার ঘাড়ে উঠে বসে থাকত আর আমি সারা বাড়ি ঘুরে ঘুরে গেজাতাম, তাতে মজা হল এইটা যে দুইমাসে আমার অসঠ্রাইলিয়ান এক্সেন্টটা শেখা হয়ে গেল...হাহাহা... ওর সবচেয়ে ফেভারিট ডায়ালগ...কিছু পছন্দ নাহলেই...'সুশ সাতামাথা...' ওহহো...ভুলেই গেছিলাম...ইনার আরেকটা বিখ্যাত ডায়ালগ হল...যদি জিজ্ঞেস করা হত তুমি কারে বেশী লাইক কর...সঙ্গে সঙ্গে আন্সার... ' আমি তোমাকে লাইক করি, ওকে লাইক করি, একেও লাইক করি...কিন্তু নিজেকে নিজে সবচেয়ে বেশী লাইক করি...'
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.