আমাদের কথা খুঁজে নিন

   

আমার জানের টুকরাগুলি...পর্ব - ৩

পথ বাঁধতে চেয়েছিল বন্ধনহীন গ্রন্থি...
ইনি...লাইন ধরে আমার আরেক মামা মানে ছোট মামার ছোট ছেলে... নাম আহনাফ... চেহারা দেখেই নিশ্চই বুঝা যাচ্ছে যে ইনি বিরাট বদ...আসলেও তাই...বদ না দুষ্টের শিরোমনি... তবে মাশাল্লাহ খুবই ইশ্মার্ট...কোন জামার সাথে কোন প্যান্ট পড়া উচিত, কোন শাড়ি পরলে ভাল দেখাচ্ছে তা মামীকে এই পিচ্চি বলে দেয়... ইনার আবার দুধে এলার্জী তাই খাওয়া দাওয়া নিয়ে একটু বাছাবাছি করতে হয়...তবে কোন সমস্যা করেনা...ক্ষিদা লাগলে আম্মুকে এসে বলে, 'ফুপী পেটের মধ্যে কেমন জানি করে...' ওর বড় ভাইকে আমরা কাজিনরা টুকটুকি নাম দিয়েছিলাম, ওর জন্মের পর খুব মেজাজ খারাপ হয়েছিল আমার ও ছেলে দেখে, তাই রাগ করে আমি ওকে দেখতেও যাইনাই... দেখার পরে আমার মুখ দিয়ে প্রথমেই বের হয় যে এর নাম হওয়া উচিত 'ফকফকি'...মাঝে মধ্যে আমি ওকে খেপাতে চাইলে তাই ই ডাকি... ও আচ্ছা, ইনি কিন্তু হিন্দি মুভির নাচ বিশারদ, এবং ইনি হৃত্তিক কে ঝাক্কাস কপি করতে পারেন...আহা কি মহান বাচ্চা...
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.