আমাদের কথা খুঁজে নিন

   

বোহেমিয়ান প্রকৃতি



বোহেমিয়ান প্রকৃতি ডা.সুরাইয়া হেলেন কোকিলের ডাক শুনে বুঝতাম বসন্ত এসেছে কিন্তু ভর বর্ষায় বৃষ্টি দিনেও শুনি কুহু কুহু ! এ কী উল্টা পাল্টা কাণ্ড কারখানা ! ভাদ্রের তালপাকা মাঠফাটা রোদ কোথায়? শরতের সুনীল আকাশ হারিয়ে গেছে মেঘের কোলে কালো অন্ধকারে ! শীতের কনকনে হিম তো কবেই উধাও ! এর মানে এখন বাংলাদেশে আর কোন ঋতুর আলাদা আলাদা অস্তিত্বই নেই ! ঋতু বৈচিত্রের এই দেশে প্রকৃতির এ কী খামখেয়ালীপনা ! কোন নিয়ম নীতি শৃঙ্খলার ধারই ধারছে না ! রুটিনবিহীন অগোছালো বোহেমিয়ান ব্যাচেলর ! তবে কি প্রকৃতি প্রেমে পড়েছে ??!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।