আমাদের কথা খুঁজে নিন

   

বোহেমিয়ান মন আমার

যাযাবর

দ্বিপ্রহরের প্রখরতাভেঙে ক্ষুদপিপাসার্ত পথিক হেটে চলে অবিরাম পিছে ফেলে যোজন পথ অবিরল- অবিশ্রাম। ক্রমশ অদৃশ্যমান বাঁকা পথ বেয়ে হেঁকে চলে যায় পসারী। বিন্দু থেকে বিন্দুতর বিলীয়মান তারি প্রতিচ্ছবি। যাযাবর এ হদয়,পথ হারায় তারি পিছুপিছু, পিছুটানহীন। রক্তিমাবীর সায়াহ্ন আলোয় উড্ডীয়মান বলাকাসারী, সাঁঝমাল্য পরায় সাঁঝাকাশে । শ্বেতশুভ্র মুক্তসম সফেদ শোভায়, উড়ে চলে সুদূর অচীন দূর দেশে । বলাকা মন, উচাটন তারি পিছু ধায়। তুচ্ছ সংসার এজগৎ মোহমায়া হারায়। ঘাটে বাঁধা বেদেবহর, প্রতীক্ষমান ছেড়ে যাবার, শোক তাপ বেদনা ভাসিয়ে শুধুই সন্মুখ সমরে এগোবার। বোহেমিয়ান মন আমার -

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।