আমাদের কথা খুঁজে নিন

   

বোহেমিয়ান

হাসন রাজায় কয়, আমি কিছু নয় রে আমি কিছু নয় !

যেভাবে জেনেছো আমি তো তেমন নই
যেভাবে চেয়েছো আমাকে, পারিনি হতে
তোমরা ভেবেছো কবিসংঘের কথা
একা একা আমি হেঁটেছি ধূসর পথে । ।

আমি গৃহী নই, ভীড় জঘন্য লাগে
নেইতো আমার সভ্য-ভব্য-জ্ঞান
বন্ধুরাওতো তাই ছুঁড়ে ফেলে গেছে
আমার অপরাধ- ‘আমি তো বোহেমিয়ান’ । ।

ভিখিরি আমায় ফ্যালে বুর্জোয়া দলে
ফেরারী খুলেছে গৃহী মানুষের কোঠা
আমায় ভেবেছে সবাই দূরের মানুষ
কাছের মানুষ হয়নিতো হয়ে ওঠা ।



প্রেমিকা আমাকে দেখেছে কবির মত
দেখতো যদি সে প্রেমিকার মত চোখে
বুঝতো অশ্রু কতটা শক্তিশালী
জননন্দিত লাখো কবিতার থেকে । ।

যেভাবে জেনেছো আমি তো তেমন নই
যেভাবে চেয়েছো আমাকে, পারিনি হতে
অভিযোগ-গ্লানি-গালিই দিয়েছো শুধু
ভেসে গেছি আমি জলাঞ্জলির স্রোতে । ।



তোমাদের নিয়ে পারছি না আর জ্ঞাতি
তোমাদের নিয়ে পারে নি কবিরা কোন
হাজার হাজার কবি এলো গেলো তবু
চিনতে পারোনি একটি ‘কবি’র মনও । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।