আমাদের কথা খুঁজে নিন

   

আবারও ভাগ্নের প্রতিভা


আবারও ভাগ্নের কিছু প্রতিভা নিয়ে আসলাম। এর মধ্যে কয়েকটা আমার খুব বেশি প্রিয়। ১. প্রথমে ভাগ্নের আঁকা একটা ছবি। এবার ওর নিজের কম্পিউটারে পেইন্টে আঁকা কিছু শিল্পকর্ম। ২. ৩. ৪. ৫. ৬. ৭. ৮. ৯. ১০. সবশেষে ভাগ্নের নিজের লেখা প্রথম গল্প।

ভাগ্নে যে বানানে লিখেছে সেভাবেই দিলাম, যদিও এতে তার কিঞ্চিৎ আপত্তি ছিল। সে চেয়েছিল যেন বানানগুলো আমি ঠিক করে দিই। কিন্তু কারও মৌলিক লেখায় হাত দেয়া ঠিক না, তাই হুবহু তুলে দিলাম, ব্র্যাকেটের অংশটুকু ছাড়া। আমাদের গল্প বই (সে আবার এক গল্পের একটা বইও বানিয়ে ফেলেছে ) রাতে বিড়াল চোর ৩য় শ্রেণী (সে যদিও ২য় শ্রেণীতে পড়ে, তবে খুব শিগগির ৩য় শ্রেণীতে উঠবে তাই এটাই লিখে দিয়েছে ) আমি রাতে অন্ধকারে পানি খেতে গিয়ে দুইটি লাইট দেখলাম। রাসতা থিকে অল্প আলোতে ছায়া দেখা গেল।

পানি দেখে (খেতে হবে মনে হয়) গিয়ে টাক্কা লেগে হাত থেকে কাপ পরে গেল। হটাত কারে ইদুরের মত কিছু দেখতে পেয়ে চিৎকার করলাম। সাবাই লাইট জালাল। পরে দেখলাম আমার বিড়ালগুল দুইটি মুরগির রান খাচছিলে। আমাদের গল্পটি শেষ।


 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.