আমাদের কথা খুঁজে নিন

   

মধ্যরাতের প্রাপ্তবয়স্ক কড়চাঃ যৌনতা

ফেসবুকে আমারে "বিডি আইডল" নামে সার্চ দিয়া পাওয়া যাবে

বয়ো:সন্ধির পরবর্তী শরীরবৃত্তীয় পরিবর্তনের মধ্য দিয়ে যে বিষয়টার শুরু সেটার শেষটা হয় কৌমার্য (অথবা কুমারীত্ত্ব) হারানোর মধ্য দিয়ে...আমাদের কৈশোর-যৌবনের সাথে এখনকার সময়টা হয়ত আরো পরিবর্তন হয়েছে। গতানুগতিক ধারণায় সত বা সতীত্ব হারানোর মাধ্যম বিবাহ হলেও এই ধারণা থেকে বাঙ্গালীর অনেক আগেই উত্তোরণ হয়েছে ধারণা করি। পালিয়ে বিয়ে করার একটা ট্রেন্ড ছোটবেলায় অনেক দেখেছি...বড় হয়ে বুঝতে পেরেছিলাম সেগুলোর পেছনেও আছে মূলত: যৌনতাই। আর এই যে প্রেম-প্রেম, তুমি-আমি এ সবের পেছনেও মূল কারণটা কি শারিরীক নয়? সময়ের পরিক্রমায় যৌবনের আগেই হয়ত অনেকের যৌনতার শিক্ষা হয়ে যায়...সেটা স্বইচ্ছায় অথবা অনিচ্ছায়ই হোক....এরপর বিশ্ববিদ্যালয়ের স্বাধীন গন্ডিতে বিষয়টা অনেকটাই সহজ হয় যায়। বিয়ের পরও কি যৌনতার পরিপূর্ণতা আসে? দৈনন্দিন একঘেয়েমী রুটিনের থেকে কি পরিত্রাণ দেয় এটি? নাকি এটিও নেহাৎই রুটিনের অংশ হয়ে যায়? নন-মুসলিম দেশ গুলোতে "ডেটিং" নামে তথাকথিত যে শব্দটা পরিচিত, তার পিছনে আছে পুরোই দেনা-পাওনা বিহীন যৌনতা। এরপর সম্পর্ক হলে সেটা বাড়তি। প্রেমিকার হাত ধরা, একটু আদর করা এসবের সাথে রোমান্সের সংযোগ কতটুকু? নাকি অবদমিত কামনারই বহিঃপ্রকাশ? তবে ইদানিংকার যেসব ঘটনা চোখে পড়েছে, দেনা-পাওনা বিহীন শারিরীক সম্পর্কে আমাদের দেশও বোধকরি পিছিয়ে নেই। ----------- ফুটনোট: কি যে লিখতে চাইলাম নিজেও জানিনা!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।