আমাদের কথা খুঁজে নিন

   

রোমাঞ্চকর ''দ্যা এক্সরসিস্ট''



গত রাতে দ্যা এক্সরসিস্ট মুভিটা দেখলাম। নিঃসন্দেহে সময়ের থকে যোজন যোজন এগিয়ে থাকা 'হরর' জেনরের মুভি এইটি। সেই কবেকার ১৯৭৩ সালের মুভি,কিন্তু এখনকার প্রায় সব হররের থেকে গুণগত মানে এগিয়ে আলোচ্য মুভিটি। হরর মানেই যে জোম্বিতে ভরপুর,রক্তারক্তি,সাইকোটিক ব্যাপার স্যাপার থাকতে হবে এমন কোনো কথা নেই। বরংচ সুচিন্তিত প্লট আর পরিচালনায় মুন্সিয়ানার ছাপ রাখতে পারলে ভালগার ছাড়াই ভালো হরর মুভি তৈরি করা খুবি সম্ভব।

দ্যা এক্সরসিস্ট এর জলজ্যান্ত উদাহরণ। মুভিটির সুরুতে দেখানো হয়েছে ইরাকে খোড়াখুড়ি করার সময় 'ডেভিল' এর পুনরুত্থান আর অন্য এক জায়গায় এক ১২ বছরের ফুটফুটে মেয়ের উপর তার প্রভাব বিস্তার। স্প্লিট পার্সোনালিটি,অপার্থিব আচরণ,রহস্যজনক হত্যা,সর্বোপরি উপযুক্ত এক্সপ্রেশন এই মুভিকে দিয়েছে আলাদা মাত্রা। মুভির ফিনিশিং টাও দারুণ। তা আর দেরী কেনো?এখুনি দেখে ফেলুন 'দ্যা এক্সরসিস্ট'।

পস্তাবেন না বলে দিলাম!!


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.