আমাদের কথা খুঁজে নিন

   

বাচ্চা ভয়ংকর, কাচ্চা ভয়ংকর ১০



(২০) দুই পিচ্চি ভাগ্নে-ভাগ্নীর খপ্পড়ে পড়ে বহুদিন পরে দেখা পাওয়া কাপলের আর একাকী বাকবাকুম করার সুযোগ হচ্ছে না। বলছিলাম আমার ছোট বোন আর বোনাইর কথা। বেশীর ভাগ সময় বড় বোনের দুই ছেলেমেয়ের দখলেই থাকে তাদের ছোট খালু। যেন তাদের একার সম্পত্তি। ওতে যে আর কারও ভাগ থাকতে পারে তা তাদের জানা আছে বলে মনে হয় না।

খাওয়ার সময় ছোটখালুর দুই পাশে দুই জন বসে। এমনিতে জোর করেও খাওয়া-দাওয়া করানো যায় না। কিন্তু খালুর প্লেটের খাবার তুলে নিয়ে খাওয়া তাদের প্রিয় একটা কাজ। এর থেকে মজার খাবার দুনিয়াতে মনে হয় আর নেই। খালু সজাগ থাকলে চকলেট, এটা-সেটা, ঘুরতে নিয়ে যাওয়ার আবদার লেগেই আছে।

দরজা বন্ধ করে রুমে একটু একলা সময় কাটাবে তারও উপায় নেই। ৩০ মিনিট পার হওয়ার আগেই বন্ধ দরজায় ধাক্কা-ধাক্কি। বকা দিয়েও কেউ থামাতে পারে না। শুরু হয় তুমুল কান্নাকাটি। খালু ঘুমালে দুজনেই খালুর শরীরের উপরে উঠে নাচানাচি শুরু করে দেয়।

বেচারা শ্বশুর বাড়ীতে নতুন মানুষ। প্রতিবাদ করার ভাষাও হারিয়ে ফেলেছে। বেচারার দুরবস্থা দেখে একটা উপায় বের করতে হয়েছে। গোটা চল্লিশেক এনিমেশন মুভি সংগ্রহ করে কম্পিউটারে ঢুকিয়ে দিয়েছি। সাথে টম এন্ড জেরী তো আছেই।

এবার দুজনেই সারাদিন কম্পিউটারের সামনে বসে টম এন্ড জেরী, টারজান, মুগলী সহ বিভিন্ন এনিমেশন কার্টুন নিয়া ব্যস্ত। এখন খালু ডাকলেও আর সাড়া নেই । নতুন কাপল বেশ শান্তিতে সময় কাটাচ্ছে............

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.