আমাদের কথা খুঁজে নিন

   

কবিতার অগ্নি



কি কবিতা লিখলে তুমি কবি, সে কবিতায় উঠলো দেশের স্বাধীনতার রবি। সে কবিতার মানে যারা বোঝে, তারা সবে হন্যি হয়ে স্বাধীনতা খোঁজে। সে কবিতার ছন্দে সবাই জয়ের নেশায় মাতে, জোয়ান বুড়ো নারী পুরুষ অস্ত্র নিল হাতে। সে কবিতার অনল জ্বলে সারা বাংলাদেশে, পশ্চিমারা জ্বলে পুড়ে ছাড়লো এদেশ শেষে। কে সে জানো বিশ্বসেরা কবি ? বঙ্গবন্ধু শেখ মুজিবুর এ দেশই তাঁর ছবি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।