আমাদের কথা খুঁজে নিন

   

নোয়াখালীতে একটি প্রাইভেট হাসপাতলে নবজাতকের দেহে প্রয়োগ করা স্যালাইনে শ্যাওলা!



নোয়াখালী শহরের প্রাইম হসপিটালে চিকিৎসাধীন এক রোগীনির নবজাতক শিশুর দেহে পপুলার ইনপিউশনস কোম্পানীর পেডিসল ডিএস স্যালাইন পুশ করার সময় স্যালাইনের ভিতরে শ্যাওলা ধরা পড়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ ভোর রাতে ঘটনাটি ঘটে। রোগীনির স্বামী মাহবুবুর রহমান অভিযোগ করেন, গত শনিবার রাতে তাঁর স্ত্রী সানজিদা শান্তা (২৬) ওই হাসপাতালে ৫০৮ নম্বর কেবিনে চিকিৎসাধীন অবস্থায় একটি পুত্র সন্তান প্রসব করেন। রোববার রাতে তার নবজাতক শিশু অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকের পরামর্শ মতে ভোর রাতে শিশুটিকে পপুলার ইনফিউশনস কোম্পানীর পেডিসল ডিএস ২০০মি:লি: স্যালাইন দেওয়া হয়। সোমবার সকালে তিনি স্যালাইনের ভেতরে শ্যাওলা দেখতে পান।

তাৎক্ষনিক তিনি বিষয়টি কর্তব্যরত চিকিৎসক ও নার্সকে জানানোর পর তাঁরা স্যালাইনটি খুলে তড়িঘড়ি করে সরিয়ে ফেলার চেষ্টা করে। এসময় তিনি স্যালাইনটি তার হস্তগত করেন। রোগীর চাচা একুশে টেলিভিশন’র নোয়াখালী প্রতিনিধি জাহিদুর রহমান শামীম জানান, এই ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ শিশুটির প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা না নেওয়ায় তাঁরা বাধ্য হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে ঢাকা শিশু হাসপাতালে স্থানান্তর করেছেন। পপুলার ইনফিউশন কোম্পানীর সিনিয়র এরিয়া ম্যানেজার আবু সালেহ তার কোম্পানীর স্যালাইনের ভেতর শ্যাওলা পাওয়ার কথা স্বীকার করেছেন এবং বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন বলে এ প্রতিবেদককে জানান। এ ব্যাপারে প্রাইম হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডা: মাহবুবুর রহমানের বক্তব্য জানার জন্য তার লেন্ডফোন ও সেল ফোনে বার বার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.