আমাদের কথা খুঁজে নিন

   

নোয়াখালীতে গাড়ি ভাংচুর, আটক ১৮

শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ফখরুদ্দিন মানিক ও কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আতিকুর রহমানকে গ্রেপ্তারের প্রতিবাদে নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনীতে রোববার আধাবেলা হরতাল ডেকেছে সংগঠনটি।
নোয়াখালীর সেনবাগ উপজেলার পত্রিকা এজেন্ট জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোর ৬টার দিকে ফেনী-নোয়াখালী সড়কে সেবারহাটে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা পত্রিকাবাহী একটি গাড়ির কাঁচ ভাংচুর করেছে পিকেটাররা।
ঢাকা থেকে আসা অন্যান্য পত্রিকাবাহী আরো একটি গাড়ি আটকে রাখে কিছুক্ষণ। পরে ছেড়ে দেয়।
পুলিশ সুপার আনিসুর রহামান বলেন, সকাল থেকে বিভিন্ন সড়কে আইনশৃঙ্খলা বাহিনী টহল দিচ্ছে।


নাশকতার আশংকায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে শনিবার রাত থেকে জামায়াত-শিবিরের ১৮ জনকে আটক করা হয়েছে বলেও জানান পুলিশ সুপার।
হরতালে নোয়াখালীর আভ্যন্তরীণ রুটে কিছু যানবাহন চলাচল করলেও টার্মিনাল ছাড়েনি দূরপাল্লার বাস-ট্রাক।
স্বাভাবিক রয়েছে নোয়াখালী-লাকসাম রুটে ট্রেন এবং জেলা সদরের সঙ্গে হাতিয়ার সি-ট্রাক চলাচল।
বাণিজ্যিক শহর চৌমুহনীতে হরতালের সমর্থনে সকালে মিছিল করে শিবিরকর্মীরা।
এরপর একটি সমাবেশও করে তারা।

এতে বক্তব্য দেন শিবিরের জেলা সভাপতি (উত্তর) মাসুম বিল্লাহ, সাধারণ সম্পাদক মো. মায়াজ ও দপ্তর সম্পাদক নূর উদ্দিন।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.